পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে : ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি অভিযোগ করেছেন, দেশজুড়ে চলমান বিক্ষোভকে সহিংস ও রক্তাক্ত করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সামরিক হস্তক্ষেপের সুযোগ তৈরি করতে চাইছেন। সোমবার (১২ জানুয়ারি) তেহরানে বৈদেশিক কূটনীতিকদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, গত সপ্তাহান্তে সহিংসতা বাড়লেও এখন পরিস্থিতি ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে’ রয়েছে।

ইরানে বিক্ষোবের সময় সন্ত্রাসীদের উসকে দেয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ইরানের ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

আরাঘচির অভিযোগ, ট্রাম্পের সামরিক হস্তক্ষেপের হুমকি বিক্ষোভকারীদের মাঝে থাকা ‘সন্ত্রাসীদের’ আরও উসকে দিয়েছে। তারা সহিংসতা বাড়িয়ে ইরানের ভেতরে বিদেশি হস্তক্ষেপ ডেকে আনতে চেয়েছে। তিনি বলেন, “আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, সংলাপের জন্যও প্রস্তুত।”

আরাঘচি দাবি করেন, সরকার বিক্ষোভকারীদের মধ্যে অস্ত্র বিতরণের ভিডিওপ্রমাণ পেয়েছে। শিগগিরই আটক ব্যক্তিদের স্বীকারোক্তি প্রকাশ করা হবে।

তিনি বলেন, বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে দায়ীদের “খুঁজে বের করার” জন্য।

তিনি আরও জানান, চারদিন ধরে চলা দেশজুড়ে ইন্টারনেট বন্ধ শিগগিরই তুলে নেওয়া হবে এবং দূতাবাস ও সরকারি দপ্তরেও সংযোগ পুনঃস্থাপন করা হবে।

“আমরা খুব কঠোর কিছু বিকল্প বিবেচনা করছি”

ইরানে বিক্ষোভের মধ্যেই প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প রোববার জানান, যুক্তরাষ্ট্র পরিস্থিতি নিয়ে ‘খুব শক্ত কিছু অপশন’ বিবেচনা করছে। যার মধ্যে সামরিক পদক্ষেপও থাকতে পারে।

সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখছি। সামরিক বাহিনীও দেখছে। খুব শক্ত কিছু সিদ্ধান্ত সামনে আছে।’

ইরানের ওপর সাম্প্রতিক মার্কিন-ইসরাইলি হামলা ও ১২ দিনের যুদ্ধের প্রসঙ্গ টেনে ইরানি সংসদের স্পিকার মোহাম্মদ বাকের ক্বালিবাফ সতর্ক করে বলেন, ‘যুক্তরাষ্ট্র কোনো ভুল করলে ইসরায়েলসহ ওয়াশিংটনের সব ঘাঁটি বৈধ হামলার লক্ষ্যবস্তু হবে।’

একই সময়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সামাজিক মাধ্যমে ইঙ্গিতপূর্ণ প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, ‘‘অহংকারী শাসকরা ফিরাউন, নমরুদ, রেজা শাহর যেভাবে পতন হয়েছে, সেই একই পরিণতি ‘অহঙ্কারী’ ট্রাম্পকেও দেখতে হবে।’’

এরইমধ্যে টানা তিন সপ্তাহ ধরে ইরানজুড়ে বিক্ষোভ চলছে। দেশটির সরকার নিহতদের ‘শহিদ’ ঘোষণা করে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে। তাসনিম নিউজ এজেন্সির দাবি, এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর ১০৯ সদস্য নিহত হয়েছেন। বিক্ষোভকারীদের মৃত্যুর সংখ্যা সরকার প্রকাশ না করলেও, প্রবাসী ইরানি কর্মীরা দাবি করছেন, নিহতের সংখ্যা কয়েকশ।

দেশজুড়ে ইন্টারনেট বন্ধের কারণে বিক্ষোভের ভিডিও–ছবি সামাজিক মাধ্যমে অনেক কম দেখা যাচ্ছে।

ভৌগোলিক ও কৌশলগত দিক থেকে মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ ইরান। উত্তরে ক্যাসপিয়ান সাগর থেকে দক্ষিণে ওমান উপসাগর পর্যন্ত বিস্তৃত এই দেশ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখে যে পথ দিয়ে বিশ্বের মোট তেলের প্রায় ২০ শতাংশ পরিবহন হয়।

হাজার বছরের ইতিহাস নিয়ে ইরান বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর একটি। জাতিগত, ভাষাগত এবং ধর্মীয় বৈচিত্র্যে সমৃদ্ধ এই দেশে পারসিয়ানদের পাশাপাশি কুর্দি, বালুচ, আজারি এবং আরবসহ বহু জাতিগোষ্ঠী বসবাস করে। তেহরান, মাশহাদ, ইসফাহান ও তাবরিজ দেশটির প্রধান নগরকেন্দ্র।

চলমান বিক্ষোভের কারণে দেশজুড়ে উত্তেজনা থাকলেও বিভিন্ন শহরে ছোট পরিসরে বিচ্ছিন্ন বিক্ষোভের খবর পাওয়া গেছে। তেহরানের নাভাব ও সাদাত আবাদ, চাহারমাহাল ও বাখতিয়ারির জুনকান ও হাফশেজান এবং রাযাভি খোরাসানের তায়াবাদে বিক্ষোভ ছত্রভঙ্গ করা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ।

এমকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
রিপনের হ্যাটট্রিকের পর ব্যাট হাতে তামিমের তান্ডব, সহজ জয়ে টেবিলের শীর্ষে রাজশাহী Jan 12, 2026
img
সুশান্তের মতোই বলিউডের ‘রাঘব বোয়াল’দের টার্গেটে কার্তিক আরিয়ান! Jan 12, 2026
img
বেগম খালেদা জিয়াকে মরহুমা বলতে অনেক কষ্ট হয় : শামা ওবায়েদ Jan 12, 2026
img
সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম স্বর্ণের Jan 12, 2026
img
ধাওয়ান-সোফির বাগদান, লাল গোলাপের বন্ধনে ‘চিরদিনের পথচলা’ Jan 12, 2026
img
বাংলাদেশের সাথে পশ্চিম পাকিস্তান ইনসাফের আচরণ করেনি: জামায়াত আমির Jan 12, 2026
img
লিওনার্দোর প্রেমিকা নিয়ে মশকরা সঞ্চালিকার, কী করলেন অভিনেতা? Jan 12, 2026
img
খালেদা জিয়ার স্মরণে শুক্রবার সংসদের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভা Jan 12, 2026
img
নির্বাচনের আগে রাজনৈতিক দলের কাছে কী জানতে চাইলেন কুদ্দুস বয়াতী? Jan 12, 2026
img
গ্রিনল্যান্ডের মালিকানা আমার জন্য গুরুত্বপূর্ণ : ট্রাম্প Jan 12, 2026
img
রোমিওর জীবনে তৃপ্তির রহস্যময় উপস্থিতি Jan 12, 2026
img
আসিফ নজরুলের বক্তব্য আইসিসির আনুষ্ঠানিক জবাব নয় : বিসিবি Jan 12, 2026
img
নিজের অফিসেই ‘অপমানিত’ আমির খান, ঘাড় ধাক্কা দিয়ে বের করলেন সুনীল গ্রোভার! Jan 12, 2026
img
ঢাকায় পৌঁছেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন Jan 12, 2026
img
ক্রীড়া উপদেষ্টার দেওয়া বক্তব্য আইসিসির সরাসরি জবাব নয়: উপ-প্রেস সচিব Jan 12, 2026
img
যৌন কেলেঙ্কারি বিতর্কের পর শাহরুখের দরবারে কাজের সন্ধানে উইল স্মিথ Jan 12, 2026
img
ইরান যুদ্ধ ও আলোচনা দুটির জন্যই প্রস্তুত: আব্বাস আরাগচি Jan 12, 2026
img
চট্টগ্রামের সাবেক ছাত্রদল নেতা সাইফুল আটক Jan 12, 2026
img
২২ জানুয়ারি ভোটের মাঠে নামছেন তারেক রহমান, সিলেট থেকেই শুরু হবে নির্বাচনি প্রচারণা Jan 12, 2026
img
নির্বাচন ডাকাতি আর যেন না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা Jan 12, 2026