ভালোবাসা সব সময় প্রকাশ করা যায় না, কখনো তা নীরবতার গভীরে জমে থাকে, চোখের চাহনিতে ভেসে ওঠে, কিংবা দূরের কোনো মেঘের ঘরে আশ্রয় নেয়। সেই অব্যক্ত অনুভূতিরই সুরেলা ভাষ্য নিয়ে ভালোবাসা দিবসে আসছে অনিক হালদার সৌরভের নতুন গান ‘মেঘের বাড়ি’।
আগামী ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভালোবাসা দিবসেই প্রকাশিত হতে যাচ্ছে এ গানটি। ‘মেঘের বাড়ি’ গানে কথা, সুর ও মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন শিল্পী অনিক হালদার সৌরভ নিজেই। গানটির মিক্স ও মাস্টারিংয়ের দায়িত্বে ছিলেন আশিক আবেদিন। ‘মেঘের বাড়ি’ শিরোনামের এ গানটি এমন এক প্রেমের গল্প বলে, যেখানে ভালোবাসা মানে কেবল কাছাকাছি থাকা নয়, বরং দূরত্বের মাঝেও কাউকে আগলে রাখা, মনে মনে বয়ে নিয়ে চলা। ঠিক যেমন মেঘের ভেতর লুকিয়ে থাকে বৃষ্টি, তেমনি নীরবতার আড়ালেও লুকিয়ে থাকে গভীর অনুভূতি।
গানটি সম্পর্কে অনিক হালদার সৌরভ বলেন, আমি বিশ্বাস করি, সঙ্গীত এমন কিছু কথা বলে দেয়, যা আমরা মুখে বলতে পারি না। ‘মেঘের বাড়ি’ সেইসব অনুভূতির গল্প, যা মানুষ নিঃশব্দে বহন করে চলে। ভালোবাসা দিবসে এই গানটা যদি কারও মনে একটু নরম ছোঁয়া দিতে পারে, তাহলেই আমার সৃষ্টি সার্থক।
ভালোবাসা দিবসের দিনই স্পটিফাই, ইউটিউবসহ সব ডিজিটাল প্ল্যাটফর্মে একযোগে প্রকাশিত হবে ‘মেঘের বাড়ি’।
উল্লেখ্য, অনিক হালদার সৌরভ সমসাময়িক সময়ে তরুণ শিল্পীদের মধ্যে বেশ পরিচিত এক নাম। যিনি দীর্ঘ সময় ধরে যুক্ত আছেন ব্যান্ড সাইকোপ্যাথস- এর সঙ্গে। গতবছর মুক্তি পাওয়া ব্যান্ডটির জনপ্রিয় গান ‘একা’- এর মিউজিক অ্যারেঞ্জমেন্টে তার নিখুঁত কারিগরি স্পর্শ গানটিকে দিয়েছিল এক আলাদা মাত্রা। এছাড়া সব মিলিয়ে লাইভ পারফরম্যান্স ও স্টুডিও সংগীত, দুই জগতেই তিনি রেখে চলেছেন নিজের সৃজনশীলতার স্বাক্ষর।
এমআই/টিএ