নোয়াখালী- ৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদর আংশিক) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসীমউদ্দীন মওদুদ।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র দাখিল করলেও শেষ পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
হাসনা মওদুদ দেশের একটি গণমাধ্যমকে বলেন, দলেন চেয়ারম্যানের প্রতি সম্মান জানিয়ে আমি আমার প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। রোববার বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে গুলশান কার্যালয়ে সাক্ষাৎ হয়। সাক্ষাতে নোয়াখালী-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি (তারেক রহমান) তার প্রার্থিতা প্রত্যাহারের অনুরোধ জানান। এই কারণে আমি চেয়ারম্যানের সম্মানে এ সিদ্ধান্ত নিয়েছি।
এসএস/ টিএ