ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় র্যাবের অভিযানে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজাগুলি ও ম্যাগাজিনসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতের নাম মো. তুহিন হোসেন (৩২)। সে খুলনা জেলার খালিশপুর থানার হাউজিং নতুন কলোনি এলাকার মো. বাছের মোল্লার ছেলে।
সোমবার (১২ জানুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার জানান, রবিবার দুপুর ১টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের খেজুরবাগ কবরস্থান এলাকায় একজন ব্যবসায়ী আগ্নেয়াস্ত্র বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ সিপিএসসি লালবাগ ক্যাম্প ও র্যাব-১৩ এর একটি চৌকস দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করেন।
র্যাবের টিম দুটি ঘটনাস্থলে পৌঁছামাত্র র্যাবের উপস্থিতি টের পেয়ে গ্রেপ্তারকৃত অস্ত্র ব্যবসায়ী পালানোর চেষ্টা কারলে র্যাব সদস্যরা তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড তাজা গুলি ও ২টি বাটন মোবাইল জব্দ করা হয়।
পরে র্যাব সদস্য বাদী হয়ে গ্রেপ্তার আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় গ্রেপ্তারকৃত যুবক ও উদ্ধার হওয়া অস্ত্র গুলি হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের ওই কর্মকর্তা।
এবি/টিকে