ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নেদারল্যান্ডস অভিজ্ঞদের নিয়ে স্কোয়াড গড়েছে। রুলফ ফন ডার মারউই, বাস ডি লিড, মিচেল লেভিট ও জ্যাক লায়ন-ক্যাশেট বাংলাদেশ সফরে ছিলেন না। তাদেরকে বিশ্বকাপের স্কোয়াডে ফেরানো হয়েছে।
২০২৪ সালের নভেম্বরে শেষ টি-টোয়েন্টি খেলা অভিজ্ঞ অলরাউন্ডার কলিন অ্যাকারমানকেও ফেরানো হয়েছে। ২০২৪ সালের পর প্রথমবার এই সংস্করণের দলে ফিরেছেন টিম ফন ডার গুগটেন। সম্প্রতি টি-টোয়েন্টি ব্লাস্টে ১০ ম্যাচে ৬ উইকেট নিয়েছেন ৩৪ বছর বয়সী সিমার।
টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ ম্যাচ খেলার পর আরেক আসরের জন্য দলে প্রত্যাবর্তন হয়েছে লোগান ফন বিকের। ওয়েলিংটনের হয়ে নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশে সাত ম্যাচে পাঁচ উইকেট নিয়ে নজর কেড়েছেন তিনি।
বাংলাদেশ সিরিজে থাকা তেজা নিদামানুরু, টিম প্রিঙ্গল ও বিক্রমজিৎ সিং বাদ পড়েছেন। চেড্রিক ডে ল্যাঙ্গে, সিকান্দার জুলফিকার, সেবাস্তিয়ান ব্রাট, ড্যানিয়েল ডোরাম, শারিজ আহমাদ ও রায়ান ক্লেইনও জায়গা পাননি।
এ গ্রুপে নেদারল্যান্ডস পাকিস্তান, নামিবিয়া, যুক্তরাষ্ট্র ও বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে খেলবে। স্কট এডওয়ার্ডসের অধিনায়কত্বে কলম্বোতে ডাচরা ৭ ফেব্রুয়ারি প্রথম ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে।
স্কোয়াড: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), কলিন অ্যাকারমান, নোয়াহ ক্রোস, বাস ডি লিড, আরিয়ান দত্ত, ফ্রেড ক্লাসেন, কাইল ক্লেইন, মাইকেল লেভিট, জ্যাক লায়ন-ক্যাশেট, ম্যাক্স ও’ডাউড, লোগান ফন বিক, টিম ফন ডার গুগটেন, রুলফ ফন ডার মারউই, পল ফন মিকেরেন, সাকিব জুলফিকার।
আরআই/টিএ