শীতের মরশুম। প্রেমের আবহ। ফি বছর এই সময়ে সানাইয়ের সুর শোনা যায় টলিপাড়ায়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। জানুয়ারি মাসের ২৩ তারিখ, বাগদেবীর আরাধনার দিন প্রেমিক দেবমাল্যর গলায় মালা দিচ্ছেন মধুমিতা সরকার। এমন আবহেই খবর, ফেব্রুয়ারি মাসে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন রণজয় বিষ্ণু এবং শ্যামৌপ্তি মুদলি।
মাসখানেক ধরেই বাংলা টেলিদুনিয়ার এই দুই তারকাযুগলের ‘প্রেমচর্যা’ নিয়ে অনুরাগী শিবিরে বেশ কৌতূহল। ইন্ডাস্ট্রির কোনও অনুষ্ঠান হোক বা বন্ধুদের সঙ্গে জন্মদিনের পার্টি-আড্ডা, ইতি-উতি সর্বত্রই নজর কাড়ছেন রণজয়-শ্যামৌপ্তি জুটি। যদিও বরাবর নিজেদের সম্পর্ককে ‘বন্ধুত্ব’ বলেই ব্যাখ্যা করেছেন তাঁরা, তবে এবার দম্পতি হিসেবে জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন রণজয়-শ্যামৌপ্তি। শোনা যাচ্ছে, আগামী ১৫ ফেব্রুয়ারি প্রেমদিবসে রণজয়ের গলায় মালা দেবেন শ্যামৌপ্তি। যদিও বিয়ের ভেন্যু এখনও জানা যায়নি, তবে সূত্রের খবর দুই পরিবার আর ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাক্ষী রেখেই ছাঁদনাতলায় সাতপাক ঘুরবেন টলিপাড়ার তারকাযুগল।
উল্লেখ্য, ‘গুড্ডি’ ধারাবাহিকের শুটিং ফ্লোর থেকেই রণজয়-শ্যামৌপ্তির রসায়ন জমে ওঠার গুঞ্জন শোনা গিয়েছিল। অনস্ক্রিন প্রেমের সমীকরণ অফস্ক্রিনে গড়াতেও সময় নেয়নি। সংশ্লিষ্ট ধারাবাহিকে ‘অনুজে’র চরিত্রে অভিনয় করতেন রণজয়। আর ‘গুড্ডি’র ভূমিকায় দেখা গিয়েছিল শ্যামৌপ্তিকে। ধারাবাহিক শেষ হওয়ার পরও যে জুটির জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাঁটা পড়েনি, সেটা সোশাল পাড়ায় তাঁদের ভক্তমহলের উন্মাদনাই বলে দেয়। তবে রণজয়-শ্যামৌপ্তির অসমবয়সী প্রেম নিয়েও কম চর্চা হয়নি টেলিপাড়ায়। দু’জনের বয়সের ফারাক প্রায় চোদ্দ বছরের। তবে সেসব গুরুত্ব না দিয়ে নিজেদের সম্পর্ককেই বরাবর প্রাধান্য দিয়ে এসেছেন এই চর্চিত এই জুটি। এবার রণজয়-শ্যামৌপ্তির প্রেমের ‘মধুরেণ সমাপয়েত’ ঘটতে চলেছে ছাঁদনাতলায়।
কেএন/টিকে