ভারতের দিল্লির সিবিআই সদর দফতরে প্রায় ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় নায়ক বিজয় থালাপাতি। দুর্নীতি দমন শাখার তদন্তকারী দলকে অসংখ্য প্রশ্নের উত্তর দেন নায়ক।
ভারতীয় সংবাদমাধ্যম এবিপি লাইভের প্রতিবেদন থেকে জানা যায়, গত সেপ্টেম্বরে তামিলনাড়ুর কারুরে নির্বাচনী সমাবেশ করছিলেন অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। সেখানে মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় ৪১ জনের কাছাকাছি প্রাণ হারান। আদালত সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অজয় রাস্তোগির নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দেন।
সে তদন্তের জেরেই সোমবার (১২ জানুয়ারি) সকালে দিল্লির সিবিআই সদর দফতরে উপস্থিত হন বিজয়। সকাল ১১টা ২৯ মিনিটে সিবিআই সদর দফতরে পৌঁছানোর পর শুরু হয় তার জিজ্ঞাসাবাদ।
কারুর পদপিষ্ট মামলায় প্রায় ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় নায়ককে। সংশ্লিষ্ট সমাবেশ নিয়ে করা হয় একাধিক প্রশ্ন। আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে নায়ক দফতর ত্যাগ করেন।
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) আবারও বিজয়কে তলব করতে চেয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। কিন্তু ফসল কাটার উৎসব পোঙ্গলে অংশ নেয়ার কথা থাকায় এ তারিখের পরিবর্তে অন্য তারিখ চেয়েছেন অভিনেতা। এতে সম্মতিও জানিয়েছে সিবিআই।
প্রসঙ্গত, কারুর পদপিষ্ট মামলায় ঘটনার তদন্তে বিজয় থালাপাতির পাশাপাশি তামিলনাড়ুর প্রাক্তন এডিজি (আইন-শৃঙ্খলা) এস ডেভিডসন দেবাশিরভাথমকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। হতাহতের সঠিক কারণ নিরপেক্ষভাবে নিশ্চিত করতে কাজ করছে তদন্ত কমিটি।
কেএন/টিকে