পর্দার দুর্ধর্ষ খলনায়ক হলেও বাস্তবে তিনি অত্যন্ত নীতিবান ও স্পষ্টবাদী। টলিউডের বর্ষীয়ান অভিনেতা বিপ্লব চ্যাটার্জি নিজের সততা ও সাধারণ জীবনযাপন নিয়ে কথা বলতে গিয়ে রাজনীতিবিদদের লাগামহীন দুর্নীতির দিকে তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন। চুরির টাকায় বিলাসিতা বা 'কবজি ডুবিয়ে খাওয়া' যে তাঁর ধাতে নেই, সেটাই সাফ জানিয়ে দিলেন।
বিপ্লব চ্যাটার্জি বলেন, "আমি তো আর নেতা-মন্ত্রী নই যে চুরি করে টাকা উপার্জন করেছি, আর সেই টাকায় কবজি ডুবিয়ে খাব। অত্যন্ত ছাপোষা-সাধারণ মানুষ আমি।"
তিনি নিজেকে একজন নগণ্য ও সাধারণ মানুষ হিসেবেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তাঁর এই মন্তব্যে বর্তমান সমাজের দুর্নীতির প্রতি ক্ষোভ এবং নিজের কষ্টার্জিত আয়ের প্রতি গর্ব—উভয়ই প্রকাশ পেয়েছে। গ্ল্যামার দুনিয়ায় থেকেও এমন সাদামাটা ও সৎ থাকার সাহস দেখিয়ে তিনি ফের আলোচনার কেন্দ্রে।
এবি/টিএ