নিজেদের সাবেক ডিফেন্ডার জোয়াও কান্সেলোকে লোনে পুনরায় দলে নেওয়ার কথা জানিয়েছিল স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা। বর্তমানে সৌদি ক্লাব আল-হিলালে খেলা পর্তুগিজ এই ফুলব্যাককে নিয়ে দেওয়া সেসব পোস্ট আবার সরিয়ে নেওয়া হয়। কিছুক্ষণ আগে আবারও কাগজপত্রের অনুমোদন ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নতুন ঘোষণা দিয়েছে বার্সেলোনা। অর্থাৎ, পুরোনো ঠিকানাতেই ফিরলেন কান্সেলো।
চলতি মৌসুমের শুরু থেকেই ডিফেন্স নিয়ে ভুগছে বার্সেলোনা, গত মৌসুমের মতো হাই-লাইন ডিফেন্সের ফাঁদে এবার প্রতিপক্ষকে ঠিকঠাক আটকাতে পারছেন না হ্যান্সি ফ্লিক। এ ছাড়া বর্তমান ডিফেন্ডারদের অনিয়মিত ফর্ম তাকে ভাবাচ্ছে। সে কারণে অভিজ্ঞ কাউকে প্রয়োজন ছিল কাতালানদের। সবমিলিয়ে কান্সেলোর ফেরার ঘোষণা এক্ষেত্রে তাদের কিছুটা হলেও স্বস্তি দিয়েছে। অফিসিয়াল ওয়েবসাইট এবং সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টেও সেই ঘোষণা দিতে দেরি করেনি বার্সেলোনা।
বলা হচ্ছিল– আল-হিলাল থেকে চলতি মৌসুমের শেষ পর্যন্ত কান্সেলো ধারে খেলবেন বার্সার জার্সিতে। তবে অল্প সময়ের মাঝেই নিজেদের সব পোস্ট মুছে দিয়েছে ক্লাবটি। এরপর থেকে মেডিক্যাল পরীক্ষায় ব্যর্থতা, শেষ মুহূর্তে চুক্তিতে ব্যাঘাত কিংবা দর কষাকষিতে বিঘ্ন ঘটেছে বলে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। যা বিব্রতকর পরিস্থিতিতে ফেলে ব্লুগ্রানাদের। প্রশাসনিকভাবে কাগজপত্র সম্পন্ন এবং ছাড়পত্র প্রদানসহ কিছু ঘাটতির কারণেই এমন ধুম্রজালের সৃষ্টি বলে জানা গেছে।
মুন্দো দিপার্তিভো জানিয়েছে, আল-হিলালের সঙ্গে চূড়ান্ত কিছু নথি আদান–প্রদান বাকি থাকায় আগের ঘোষণাটি প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। আন্তর্জাতিক ট্রান্সফার সার্টিফিকেট ও সৌদি প্রো লিগ কর্তৃপক্ষের চূড়ান্ত অনুমোদন তখনও আসেনি। যতক্ষণ না স্পেন ফুটবল ফেডারেশন ও সৌদি আরব ফুটবল ফেডারেশন ট্রান্সফার ম্যাচিং পদ্ধতিতে আনুষ্ঠানিকভাবে সব নথি অনুমোদন দেবে, ততক্ষণ কান্সেলো আইনগতভাবে বার্সেলোনার খেলোয়াড় হিসেবে নিবন্ধিত নন।
তবে ক্লাবটির সূত্র জানিয়েছে, চুক্তি সম্পূর্ণ নিশ্চিত এবং এটি কেবল সময়ের ব্যাপার। সামাজিক মাধ্যম ও ওয়েবসাইট থেকে ঘোষণাটি মুছে দেওয়া হলেও বাস্তবে কান্সেলো আজ (মঙ্গলবার) বার্সার কার্যালয়ে উপস্থিত থেকে চুক্তিতে স্বাক্ষর করেছেন। সেখানে উপস্থিত ছিলেন তার পরিবার ও ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তাসহ বোর্ড সদস্যরা। এরই মাঝে নিশ্চিত হয়েছে যে, তিনি আবারও ২ নম্বর জার্সি পরবেন। একই নম্বর এর আগে ২০২৩-২৪ মৌসুমেও পেরেছিলেন কান্সেলো।
গত মৌসুম শেষে ইনিগো মার্টিনেজের বিদায়ের পর পাউ কুবারসি ৫ নম্বর জার্সিতে চলে গেলে ২ নম্বর জার্সি নতুন করে কারও গায়ে ওঠেনি। এর আগে একই জার্সি পরে কাতালানদের হয়ে খেলেছেন দানি আলভেস, জুলিয়ানো বেলেত্তি ও আলবার্ট ফেরেরের মতো কিংবদন্তি ডিফেন্ডাররা। ফলে এই নম্বর ফিরে পাওয়া কান্সেলোর প্রথম একাদশে গুরুত্বপূর্ণ ভূমিকারও ইঙ্গিত দেয়। আগের দফায় কান্সেলো বার্সার হয়ে ৪২ ম্যাচে ৪ গোল ও ৫টি অ্যাসিস্ট করেছিলেন। এবার নতুন করে ক্লাবটিতে তার মানিয়ে নিতে সময় লাগবে না বলে আশা তাদের।
এবি/টিএ