সমস্ত রীতি মেনে বিয়ে করেছেন কৃতি সেননের বোন। বাগদানেও ছিল নাটকীয়তা। ত্রিমুখী হিরের আংটি দিয়ে নূপুরকে বিয়ের প্রস্তাব দেন গায়ক স্টেবিন। এ বার জল্পনা শুরু তাঁর সম্পত্তির পরিমাণ নিয়ে।
বিয়ে করলেন বলিউডের অভিনেত্রী কৃতি সেননের বোন নূপুর সেনন। গায়ক স্টেবিন বেনের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তিনি। শনিবার উদয়পুরে খ্রিস্টানমতে বিয়ে করেন তাঁরা। তার পরের দিন হিন্দু রীতি মেনে বিয়ে করেন। বিয়েতে আড়ম্বরের কোনও কমতি ছিল না। সমস্ত রীতি মেনে বিয়ে করেছেন কৃতি সেননের বোন। বাগদানেও ছিল নাটকীয়তা। ত্রিমুখী হিরের আংটি দিয়ে নূপুরকে বিয়ের প্রস্তাব দেন গায়ক স্টেবিন। এ বার জল্পনা শুরু তাঁর সম্পত্তির পরিমাণ নিয়ে।
ছবিতে প্লেব্যাক গাওয়ার পাশাপাশি, দেশবিদেশে বহু গানের অনুষ্ঠান করেন স্টেবিন। শোনা যায়, বর্তমানে তাঁর সম্পত্তির পরিমাণ ১৫ কোটির আশপাশে। এর মধ্যে রয়েছে তাঁর মাসিক আয় থেকে শুরু করে বাসস্থান ও গাড়িও। বলিউডের ছবিতে প্লেব্যাক গেয়ে বড় অঙ্ক উপার্জন করেন তিনি। লাইভ অনুষ্ঠানেও বড় অঙ্কের পারিশ্রমিক নেন। এর পাশাপাশি ব্র্যান্ডের হয়ে প্রচারও করেন তিনি। বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডের সঙ্গে কোল্যাব করেন নূপুর সেননের স্বামী।
সম্প্রতি স্টেবিন মুম্বইয়ে বান্দ্রা এলাকায় একটি বিলাসবহুল ডুপ্লেক্স ফ্ল্যাট কিনেছেন। এই ফ্ল্যাটের দাম ৬.৬৭ কোটি টাকা।
উল্লেখ্য, বাগদানে নূপুরকে যে আংটি উপহার দিয়েছিলেন স্টেবিন, সেটিরও দাম আকাশছোঁয়া বলে জানা যায়। যে আংটিটি নূপুরকে দিয়েছিলেন, তাঁর মাঝখানে একটি হিরে, দু’দিকে আরও দু’টি হিরে। একে মার্কুইজ় কাটের হিরে বলা হয়। এটা নাকি নূপুরের শিল্পীসত্তা ও স্বাধীনচেতা নারীর সত্তাকে প্রতিফলিত করে। এ ছাড়াও এই হিরেতে ইউরোপীয় ঘরানার ছোঁয়া রয়েছে বলে দাবি করা হয়েছে। মাঝের হিরেটি প্রায় ০.৮০ ক্যারাটের। পাশের দু’টি হিরে আকারে অনেকটাই ছোট। ত্রিমুখী এই হিরের আংটির বর্তমান বাজার মূল্য প্রায় ৮ লক্ষ ৩২ হাজারেরর কাছাকাছি।
এবি/টিএ