যে দু’জনের নামই আলাদা আলাদা অঙ্গনে কিংবদন্তি! একজনকে বলা হয় ক্রিকেটের ঈশ্বর, আরেকজন বলিউডের শাহেনশাহ। শচীন টেন্ডুলকার ও অমিতাভ বচ্চন-এই দুই নাম একসঙ্গে উচ্চারিত হলেই আলাদা একটা উত্তেজনা তৈরি হয়। বয়স, ক্ষেত্র কিংবা পরিচয়ের ভিন্নতা থাকলেও পারস্পরিক শ্রদ্ধা আর ভালোবাসার জায়গাটায় দু’জনেই অনন্য। আর এবার সেই দুই কিংবদন্তিকে একসঙ্গে ক্রিকেট খেলতে দেখে যেন আনন্দে ভেসে গেল নেটদুনিয়া!
অবশ্য এটি কোনো আন্তর্জাতিক ম্যাচ বা প্রদর্শনী ক্রিকেট নয়। ব্যাট-বল ছাড়াই আঙুল দিয়ে খেলা হয় এমন এক মজার খেলায় মুখোমুখি হন শচীন ও অমিতাভ। নাম ‘ফিঙ্গার ক্রিকেট’। নিয়মও বেশ সরল। প্রতীকী ব্যাটিংয়ে দু’জন একসঙ্গে আঙুল দেখান। ব্যাটিংয়ে থাকা খেলোয়াড় যতটি আঙুল দেখান, সেটাই তার রান। তবে দু’জনের আঙুলের সংখ্যা মিলে গেলেই ব্যাটসম্যান আউট। সহজ অথচ ভীষণ মজার এই খেলাতেই জমে ওঠে দুই তারকার লড়াই।
সুরাটে চলমান ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের ফাঁকে এই খেলায় মেতে ওঠেন তারা। সেই মুহূর্তের ভিডিও নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নেন অমিতাভ বচ্চন। ক্যাপশনে লিখেন, ‘ক্রিকেটের ইশ্বরের সঙ্গে ফিঙ্গার ক্রিকেট খেলছি।’ মুহূর্তের মধ্যেই ভিডিও ছড়িয়ে পড়ে, আর ভক্তরা যেন দুধের স্বাদ ঘোলেই মেটাতে শুরু করেন।
খেলার ফলাফলও ছিল বেশ নাটকীয়। প্রথম ম্যাচে মাত্র ৫ রান করেও জয় পান অমিতাভ বচ্চন। প্রথমবার খেলায় নামায় প্রস্তুতির অভাব থাকলেও ভাগ্য যেন শাহেনশাহর পক্ষেই ছিল। দ্বিতীয় ম্যাচে অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন শচীন। ব্যাট হাতে আগে নামা অমিতাভ করেন ১২ রান। জবাবে শচীনও ১২ রানের গণ্ডি পেরোতে পারেননি। ফলে ম্যাচটি ড্র হয়। তবে দুই ম্যাচ মিলিয়ে ‘সিরিজ’ জিতে নেন অমিতাভই।
তবে গল্প এখানেই শেষ নয়। হার মেনে নেওয়ার পাত্র নন শচীন টেন্ডুলকার। মজার ছলে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, ‘আবার একটা ম্যাচ হোক? এবার গলি ক্রিকেটে?’
এখন অপেক্ষা একটাই-এই প্রস্তাবে বলিউডের শাহেনশাহ কী উত্তর দেন। আঙুলের ক্রিকেট পেরিয়ে কি সত্যিই গলির মাটিতে নামবেন দুই কিংবদন্তি? সেই অপেক্ষাতেই এখন ভক্তরা!
এসকে/টিএ