বলিউডে বড় ধরনের চমক এনে দিল নতুন সিনেমা ‘নাগজিলা’। এই ছবিতে খলনায়কের চরিত্রে যুক্ত হয়েছেন অভিজ্ঞ অভিনেতা রবি কিষাণ। কার্তিক আরিয়ানের বিপরীতে তাঁর এই চরিত্রটিকে ঘিরে ইতিমধ্যেই দর্শক ও ইন্ডাস্ট্রিতে আলোচনার ঝড় উঠেছে।
মৃগদীপ সিং লাম্বা পরিচালিত এই ছবি ফ্যান্টাসি ও কমেডির মিশেলে তৈরি হচ্ছে। রূপ বদলের পৌরাণিক ধারণা, হাস্যরস এবং ব্যাপক ভিএফএক্স ব্যবহার করে নির্মিত হচ্ছে সিনেমাটি। নির্মাতা ও প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, কার্তিক আরিয়ানের শক্তিশালী উপস্থিতির বিপরীতে সমানভাবে প্রভাবশালী এক খলনায়ক দরকার ছিল। সেই জায়গাতেই রবি কিষাণকে উপযুক্ত মনে করেছেন নির্মাতারা।
সম্প্রতি একের পর এক প্রশংসিত চরিত্রে অভিনয় করে আলোচনায় ছিলেন রবি কিষাণ। তাঁর সাম্প্রতিক কাজগুলোই নির্মাতাদের আস্থা আরও বাড়িয়েছে। ছবিতে কার্তিক ও রবির মুখোমুখি সংঘর্ষের দৃশ্যগুলো থাকবে তীব্র উত্তেজনায় ভরা, যা সিনেমার অন্যতম আকর্ষণ হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রথমে ২০২৬ সালের স্বাধীনতা দিবসে মুক্তির পরিকল্পনা থাকলেও পরে ছবির মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে। মূলত ভিএফএক্সনির্ভর দৃশ্যগুলো আরও নিখুঁত করতে পোস্ট প্রোডাকশনের সময় বাড়ানো হয়েছে। ধর্মা প্রোডাকশনস ও মহাবীর জৈন ফিল্মসের প্রযোজনায় নির্মিত এই ছবি নতুন ধরণের গল্প ও ভিন্ন স্বাদের বিনোদন নিয়ে আসবে বলেই প্রত্যাশা।
খলনায়কের চরিত্রে রবি কিষাণের যুক্ত হওয়ায় ‘নাগজিলা’ আরও বড় পরিসরের ও আলোচিত প্রজেক্টে পরিণত হলো বলে মনে করছেন বলিউড বিশ্লেষকেরা।
এমকে/টিএ