দক্ষিণী সুপারস্টার প্রভাস এবার নতুন সিনেমা ‘স্পিরিট’-এ এক নজিরবিহীন পারিশ্রমিক নিয়েছেন। সাধারণত প্রভাস ১৫০ কোটি টাকা পারিশ্রমিক নেন, কিন্তু এই ছবিতে তার পারিশ্রমিক দাঁড়িয়েছে ১৬০ কোটি। এ অভিনেতার সঙ্গে তুলনা করলে ছবির নায়িকা তৃপ্তি ডিমরী পেয়েছেন মাত্র ৬ কোটি টাকা। সিনেমার অন্যান্য প্রধান অভিনেত্রী কিয়ারা আডবাণী এবং কীর্তি সুরেশ পেয়েছেন ৩ কোটি করে, আর অনন্ত নাগ পেয়েছেন ২ কোটি টাকা।
সন্দীপ রেড্ডী বাঙ্গার পরিচালিত এই ছবির প্রথম ঝলকে প্রভাসকে দেখা গেছে এক অনন্য অবতারে নিম্নাঙ্গে সাবেক লুঙ্গি, ধূসর শাড়ি পরা নায়িকার সঙ্গে হাতে মদের বোতল ও ঠোঁটের ফাঁকে সিগারেট ধরে থাকা দৃশ্যে। অনেকেই ছবির এই পোস্টারে ‘অ্যানিম্যাল’-এর সঙ্গে সাদৃশ্য খুঁজে পেয়েছেন এবং প্রভাসের উগ্র পৌরুষের ছায়া লক্ষ্য করেছেন।
প্রথমে ছবির নায়িকা হিসেবে কাজ করার কথা ছিল দীপিকা পাড়ুকোনের। তবে ৮ ঘণ্টার শুটিং শর্তে পরিচালক মানতে চাইলেও দীপিকা এই শর্ত মেনে নেননি এবং নিজেই এই ছবিতে কাজ থেকে নিজেকে সরিয়ে নেন। তার জায়গায় নায়িকা হয়েছেন তৃপ্তি ডিমরী।
২০২৬ সালের মে মাসে মুক্তি পাবে এই ছবি। তার আগেই পারিশ্রমিক নিয়ে সংবাদ, প্রথম ঝলক এবং নেটিজেনদের আলোচনা ইতিমধ্যেই বিনোদন জগতে তোলপাড় সৃষ্টি করেছে।
এমকে/টিএ