বলিউডে ব্যক্তিগত জীবনের গুঞ্জন অনেক সময় সংবাদ শিরোনামে ছাপিয়ে যায়। সম্প্রতি এ ধরনের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেছেন অভিনেতা বীর পাহাড়িয়া। কৃতি সেননের বোন নূপুর সেননের বিয়ের প্রীতিভোজে তিনি উপস্থিত হলেও ছিলেন একাকী। অনুষ্ঠানেই স্পষ্ট হয়েছিল, উপস্থিত অন্যরা যেমন নিজেদের সঙ্গীর সঙ্গে আনন্দে মেতেছিলেন, তেমনি বীর ছিলেন একা।
প্রীতিভোজে দিশা পটানী তাঁর প্রেমিক, পঞ্জাবি গায়ক তলবিন্দর সিংহ সিদ্ধুর সঙ্গে বাহুলগ্না হয়ে উপস্থিত ছিলেন। প্রেমিকাকে পাশে পেয়ে দিশা মৃদু হাসি লুকানোর চেষ্টা করলেও অনুষ্ঠানটিতে তাদের আনন্দ স্পষ্টভাবে ধরা দিয়েছিল। অন্যদিকে বীর পাহাড়িয়া নিজেকে কালো সাজে সজ্জিত করেছিলেন। তিনি নূপুর সেনন ও তাঁর স্বামী স্টেবিন বেনকে শুভেচ্ছা জানান এবং উপস্থিত অন্যান্য অতিথিদের সঙ্গে হাসিঠাট্টা করেও অনুষ্ঠান উপভোগ করেন।
এ ঘটনার মধ্য দিয়ে বিচ্ছেদের গুঞ্জন নতুন করে আলোচনায় এসেছে। যদিও অনুষ্ঠানে বীর কোনও অস্বাভাবিক আচরণ দেখাননি, তবে একাকীত্ব এবং দিশা-পঞ্জাবি জুটির উপস্থিতি দর্শকদের কৌতূহল আরও বাড়িয়েছে। বলিউডের এই জনপ্রিয় অভিনেতার ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে আলোচনার শুরুর বিষয়টি এই প্রীতিভোজই নতুন দিক দিয়েছে।
পিআর/টিএ