ইংলিশ লিগ কাপের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে চেলসির মাঠে ৩-২ গোলে জয় পেয়েছে আর্সেনাল। এই জয়ে ফাইনালের পথে এগিয়ে গেল গানাররা। দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে।
স্ট্যামফোর্ড ব্রিজে বলের নিয়ন্ত্রণ চেলসির পায়ে থাকলেও, আক্রমণে এগিয়ে ছিল আর্সেনাল। প্রথম গোল পেতে তাদের বেশি দেরি করতে হয়নি। ম্যাচের প্রথম কর্নার থেকেই গোল আদায় করে নেয় আর্সেনাল। রাইসের কর্নার থেকে হেডে গোল করেন বেন ওয়াইট। প্রথম হাফে আর কোনো গোল হয়নি।
ম্যাচের ৪৯তম মিনিটে আবারও গোল পায় গানাররা। আর্সেনালকে দ্বিতীয় গোলের স্বাদ দেন ভিক্টর গিয়োকোরেস। চেলসির গোলরক্ষকের ভুলে বল পেয়ে যান তিনি। বল পেয়েই তা জালে জড়ান সুইডিশ এই স্ট্রাইকার।
৫৭ মিনিটে এক গোল শোধ দেয় চেলসি। নেটোর পাস থেকে গোল করেন গারনাচো। ৭১তম মিনিটে আর্সেনালের মিডফিল্ডার জুবারমেন্ডি গোল করলে আবারও দুই গোলে লিড পেয়ে যায় সফরকারীরা। তবে শেষ দিকে আবারও গারনাচো গোল করলে ব্যবধান কমায় চেলসি।
ম্যাচটি চেলসি ৩-২ ব্যবধানে হারে। তবে আগামী ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় লেগে তাদের সুযোগ থাকছে জয় পেয়ে ফাইনালের টিকিট কাতার। অপরদিকে, চেলসির মাঠে এগিয়ে থাকায় ঘরের মাঠে সুবিধাজনক অবস্থায় থাকবে আর্সেনাল।
এমআই/এসএন