ইরানে হত্যাকাণ্ড বন্ধের আশ্বাসে সুর নরম করলেন ট্রাম্প

ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন ও পরিকল্পিত মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ করা হয়েছে মর্মে আশ্বস্ত হওয়ার পর তেহরানের প্রতি নিজের কঠোর অবস্থানে কিছুটা নমনীয় হওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

বুধবার (১৪ জানুয়ারি) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, ইরানের একটি ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র’ তাকে নিশ্চিত করেছে যে বর্তমানে সেখানে বিক্ষোভকারীদের হত্যা করা হচ্ছে না এবং পূর্বনির্ধারিত ফাঁসিগুলো স্থগিত করা হয়েছে। 

এর আগে যুক্তরাষ্ট্র ইরানে বড় ধরনের সামরিক হামলার হুমকি দিলেও ট্রাম্পের বর্তমান মন্তব্যগুলো সংঘাত এড়ানোর একটি সংযত পদক্ষেপ হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংকটের এই মুহূর্তে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন যে, সরকারবিরোধী বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়ার কোনো পরিকল্পনা তেহরানের নেই। আরাঘচি বলেন, ‘ফাঁসি দেওয়ার প্রশ্নই ওঠে না।’ 

তেহরানের পক্ষ থেকে এমন নমনীয় বিবৃতি আসার পর ট্রাম্প জানান, তিনি পরিস্থিতির ওপর গভীরভাবে নজর রাখছেন। যদিও তিনি সামরিক পদক্ষেপের বিষয়টি পুরোপুরি নাকচ করে দেননি, তবে তিনি বর্তমান অবস্থাকে ইতিবাচক হিসেবে দেখছেন। ট্রাম্পের এই সুর পরিবর্তনের কয়েক ঘণ্টা আগেই কাতার থেকে কিছু মার্কিন সেনা প্রত্যাহার শুরু হয়েছিল, যা অঞ্চলটিতে যুদ্ধাবস্থা কিছুটা শিথিল হওয়ার আভাস দিচ্ছে।

ওয়াশিংটনের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য মূলত একটি দীর্ঘমেয়াদী সামরিক দ্বন্দ্বে জড়িয়ে পড়া থেকে নিজেকে বাঁচানোর একটি ‘সম্মানজনক পথ’ বা ফেস-সেভিং ওয়ে হতে পারে। সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির সিনা তুসি মনে করেন, ট্রাম্প বড় ধরনের যুদ্ধে জড়াতে অনিচ্ছুক হলেও নিজের প্রভাব বজায় রাখতে চান। 

অন্যদিকে স্টিমসন সেন্টারের বারবারা স্লাভিন মনে করেন, ট্রাম্প হয়তো ইরানের ওপর সীমিত আকারে কোনো হামলা চালানোর কথা এখনো ভাবছেন, যাতে তিনি বিক্ষোভকারীদের দেওয়া সাহায্যের প্রতিশ্রুতি রক্ষার দাবি করতে পারেন। তবে আপাতত বড় ধরনের কোনো ধ্বংসাত্মক যুদ্ধের সম্ভাবনা থেকে ওয়াশিংটন পিছিয়ে আসছে বলেই মনে করা হচ্ছে।

এর আগে ব্রিটেন ও যুক্তরাষ্ট্র কাতারের বিমান ঘাঁটি থেকে তাদের কিছু কর্মী সরিয়ে নেয় এবং ইরানও তার প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করেছিল যে, হামলা হলে তারা মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানবে। 

এই পাল্টাপাল্টি হুমকির মুখে আঞ্চলিক উত্তেজনা চরম আকার ধারণ করায় বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছিল। তবে ইরানের পক্ষ থেকে হত্যাকাণ্ড ও ফাঁসি বন্ধের প্রতিশ্রুতি এবং ট্রাম্পের ইতিবাচক প্রতিক্রিয়ার ফলে মধ্যপ্রাচ্যে ঘনীভূত হওয়া যুদ্ধের মেঘ আপাতত কিছুটা কাটতে শুরু করেছে বলে ধারণা করা হচ্ছে।

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
চার জেলায় বইছে শৈত্যপ্রবাহ, বিস্তার লাভ করার আভাস Jan 15, 2026
img
ইসির সীমানা অনুযায়ী ১২ ফেব্রুয়ারিই পাবনার দুটি আসনে নির্বাচন Jan 15, 2026
img
যথাসময়ে হচ্ছে না বিপিএলের দিনের প্রথম ম্যাচ Jan 15, 2026
img
মালদ্বীপের পরিবার উন্নয়ন মন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের সাক্ষাৎ Jan 15, 2026
img
জামায়াত কার্যালয়ে জরুরি বৈঠকে বসছে জোটের নেতারা Jan 15, 2026
img
আকাশসীমা খুলে দিল ইরান Jan 15, 2026
img
শেখ হাসিনার চেয়েও ইসির লোকজন বড় আ. লীগার: বদিউল আলম Jan 15, 2026
img
নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু Jan 15, 2026
img
সিইসির সঙ্গে বৈঠক করতে নির্বাচন ভবনে বিএনপির প্রতিনিধিদল Jan 15, 2026
img
জনগণের চাহিদার কারণেই আমি স্বতন্ত্র প্রার্থী, মাঠ ছাড়ব না: খাইরুজ্জামান Jan 15, 2026
img
বিপিএলের প্লে-অফে জায়গা পেতে ৩ দলের সামনে যে সমীকরণ Jan 15, 2026
img
হঠাৎ বেতন কমিশন থেকে পদত্যাগ করলেন মাকছুদুর রহমান Jan 15, 2026
img
দুপুর একটায় হোটেল শেরাটনে প্রেস কনফারেন্সের ডাক, জড়ো হচ্ছেন ক্রিকেটাররা Jan 15, 2026
img
বোন নূপুরকে ‘শ্বশুরবাড়ি’ পাঠিয়ে কৃতি শ্যাননের আবেগঘন বার্তা Jan 15, 2026
img
প্রার্থিতা ফিরে পেলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক নেতা Jan 15, 2026
img
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে বিজ্ঞপ্তি জারি Jan 15, 2026
img
বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক Jan 15, 2026
img
আজ রাতে আমিরাতে পবিত্র মিরাজুন্নবী Jan 15, 2026
img
নাজমুল ইসলামের মন্তব্যে শোকজ করল বিসিবি Jan 15, 2026
img
বাহরাইনে প্রবাসীর বাসায় পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসির ব্যাখ্যা Jan 15, 2026