সংগীত শিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব ৪ দিন আগেই পারিবারিকভাবে ঘরোয়া আয়োজনে বিয়ে করেছেন। তবে সে কথা তারা প্রকাশ্যে আনেননি। বুধবার (১৪ জানুয়ারি) তারা সেরেছেন বন্ধু ও আত্মীয়-স্বজনদের নিয়ে ‘বিয়ে পরবর্তী আনুষ্ঠানিকতা’। এমনটাই জানা যায় অনুষ্ঠানে উপস্থিত থাকা এক সূত্রের মাধ্যমে।
সূত্র আরও জানায়া জানা যায়, ‘শনিবার (১০ জানুয়ারি) বিয়ে করেছেন তারা। জেফারের বাসায় দুই পরিবারের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। ঘরোয়া আয়োজনেই গায়ে হলুদ ও বিয়ের আনুষ্ঠানিকতা করেছেন তারা। বুধবার সবাইকে নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে। গান, আড্ডা, আনন্দ বেশ সুন্দর অনুষ্ঠান হচ্ছে।
বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। বিয়ের পর রাফসান নিজেই ফেসবুকে কিছু ছবি ও একটি ভিডিও পোস্ট করেন। মুহূর্তেই সেগুলো ভাইরাল হয়ে যায়।
তবে ভালোবাসার পাশাপাশি সেখানে দেখা গেছে ট্রল, কটাক্ষ ও বিতর্কিত মন্তব্যেরও ছড়াছড়ি।
প্রসঙ্গত, তিন বছর সংসার করার পর ২০২৩ সালের ৯ নভেম্বর সানিয়া শামসুন এশার সঙ্গে সংসার ভাঙার ঘোষণা দেন রাফসান সাবাব। সেদিন এক ফেসবুক পোস্টে রাফসান নিজেই জানান, চিকিৎসক স্ত্রী সানিয়া এশার সঙ্গে তিন বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন তিনি। সে সময় এশা জানিয়েছিলেন, তিনি এই বিচ্ছেদ চাননি।
এরপর থেকেই সংগীতশিল্পী জেফার রহমানকে ঘিরে নানা গুঞ্জন ছড়াতে থাকে। কথিত আছে, জেফারের সঙ্গে সম্পর্কের জেরেই রাফসানের সংসার ভেঙে যায়।
যদিও রাফসান ও জেফার দুজনই দীর্ঘদিন এসব গুঞ্জন নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে সময়ের সঙ্গে সঙ্গে দেশে-বিদেশে তাদের একসঙ্গে দেখা যাওয়ার ঘটনা সেই গুঞ্জনকে আরও জোরালো করে। থাইল্যান্ডসহ বিভিন্ন জায়গায় একসঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে ব্যাপক আলোচনা হয়।
এমকে/এসএন