ওপার বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভনেত্রী মিমি চক্রবর্তী সম্প্রতি নিজের পেশাদারিত্ব ও কাজের নীতি নিয়ে প্রকাশ্য বক্তব্য দিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, পারিশ্রমিক নিয়ে কোনো আপস করেন না এবং কাজের ক্ষেত্রে সর্বদা শতভাগ নিষ্ঠা দিয়ে সম্পন্ন করেন।
মিমি বলেন, “অনেকেই আমাকে কাজে ডাকেন না। কারণ আমি আমার পারিশ্রমিকের ক্ষেত্রে কোনো আপস করি না। আমি আমার কাজের ক্ষেত্রে শতভাগ নিবেদন দিই। তাই পারিশ্রমিকের বেলায় কেন আপস করব?” এই মন্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে নায়িকার পেশাদারিত্ব ও নিজের শ্রমের মূল্য সম্পর্কে দৃঢ় অবস্থান।
ওপার বাংলা সিনেমার পেশাদারদের মধ্যে মিমির এই দৃষ্টিভঙ্গি অনেকেই প্রশংসা করছেন। যাঁরা শিল্পকে পেশা হিসেবে দেখেন, তাঁরা মনে করছেন, পারিশ্রমিকের ক্ষেত্রে আপস না করা এবং কাজের প্রতি নিষ্ঠা নায়িকার সাফল্যের এক বড় কারণ।
পিআর/টিএ