বলিউড সুপারস্টার আমির খান ফের নজর কেড়েছেন নির্বাচনী ময়দানে। মহারাষ্ট্রের বৃহন্মুম্বই পুরসভা নির্বাচনের দিন ভোটকেন্দ্রে গিয়ে তিনি এমন একটি মন্তব্য করলেন, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেল। সাংবাদিকরা জানতে চাইলেন, ভোট প্রদানের সময় তিনি কী ভাষায় কথা বলবেন। তাতেই বললেন, “হিন্দি ভাষায়? এটা মহারাষ্ট্র, ভাই।” এর মাধ্যমে মারাঠি অস্মিতায় শান দেখিয়ে এলো এক নতুন বিতর্ক।
গত বছর দীর্ঘ এক মাস ধরে গৃহশিক্ষকের মাধ্যমে মারাঠি ভাষা শিখেছিলেন আমির। যদিও বলেছিলেন, তা শুধুমাত্র কাজের প্রয়োজনে। এবার ভোট দিতে গিয়ে মারাঠি ভাষায় সাধারণ মানুষের সঙ্গে সংলাপে যুক্ত হয়ে তিনি দেখালেন, ভাষার মাধ্যমে নিজের অন্তর্নিহিত সংস্কৃতিকে তিনি সম্মান করেন। এরপর আলাদা করে হিন্দিতেও বক্তব্য দিলেন, তবে চলতি হিন্দি বনাম মারাঠি বিতর্কের আবহে অভিনেতার এ প্রতিক্রিয়া সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া ডেকে আনে।
মহারাষ্ট্রে ভোটের আগে শিবসেনার প্রধান স্ট্র্যাটেজি হিসেবে মারাঠি অস্মিতা তোলপাড় সৃষ্টি করেছে। উদ্ধব ও রাজ ঠাকরের সমাবেশেও বারবার এই ইস্যুতে জোর দেওয়া হয়েছে। সেই প্রেক্ষাপটে ভোট দিতে গিয়ে আমির খানের মারাঠি ভাষায় বক্তব্য দানকে অনেকেই দেখছেন রাজনৈতিক ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে।
এই ঘটনার পর সোজাসুজি মন্তব্যে উত্তাপের সৃষ্টি হলেও, বলিউড তারকারা মনে করাচ্ছেন যে, ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, সংস্কৃতি ও পরিচয়ের প্রতীকও বটে। ভোটের মাঠে আমির খানের এই পদক্ষেপ দর্শক ও সমালোচক উভয়কেই নতুন করে ভাবতে বাধ্য করেছে।
পিআর/টিএ