নিজেকে দীর্ঘদিন লাইমলাইট থেকে সরিয়ে রেখেছিলেন দিতিপ্রিয়া রায়। গণমাধ্যমে কোনও সাক্ষাৎকার নয়, সামাজিক মাধ্যমেও ছিল না তাঁর উপস্থিতি সব মিলিয়ে যেন নীরবতার চাদরে নিজেকে ঢেকে ফেলেছিলেন পর্দার একসময়ের জনপ্রিয় মুখ ‘অপু’। তবে সেই নিস্তব্ধতা ভেঙে অবশেষে আবারও প্রকাশ্যে এলেন অভিনেত্রী।
কিছুদিন আগেই বড় বিতর্কে জড়িয়ে পড়েছিলেন দিতিপ্রিয়া। জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এর নায়ক জীতু কমলের সঙ্গে মতবিরোধ এমন পর্যায়ে পৌঁছায় যে মাঝপথেই ধারাবাহিক ছাড়তে বাধ্য হন তিনি। সেই ঘটনার পর থেকেই সম্পূর্ণভাবে আড়ালে চলে যান অভিনেত্রী।
অবশেষে সামাজিক মাধ্যমে আবারও নিজের উপস্থিতি জানান দিলেন দিতিপ্রিয়া। সম্প্রতি কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি, যেখানে হলুদ পোশাকে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা গেছে তাঁকে। ছবির পটভূমিতে রয়েছে ওড়িশার পুরী, জগন্নাথ মন্দিরের দৃশ্য। ক্যাপশনে দিতিপ্রিয়া লিখেছেন, ‘জয় জগন্নাথ’। এর আগে সমুদ্রের ধারে কাটানো কিছু মুহূর্তও ভাগ করে নিয়েছিলেন তিনি। সব মিলিয়ে বোঝা যাচ্ছে, বিতর্কের পর মানসিক ও শারীরিক সুস্থতার জন্য পুরীকেই বেছে নিয়েছেন অভিনেত্রী।
উল্লেখ্য, চলতি বছরে একাধিকবার শিরোনামে এসেছে জীতু কমল ও দিতিপ্রিয়ার বিবাদ। একটি রোম্যান্টিক দৃশ্যের ছবি প্রকাশ্যে আসার পর জীতুর বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলেন দিতিপ্রিয়া। তিনি দাবি করেন, সেটে জীতু নীরব থাকলেও হোয়াটসঅ্যাপে আপত্তিকর বার্তা পাঠাতেন। এমনকি শুটিং চলাকালীন বডি ডবল ব্যবহারের পরিস্থিতিও তৈরি হয়েছিল বলে জানান তিনি। পরে প্রযোজনা সংস্থার হস্তক্ষেপে সাময়িক সমাধান হলেও শেষ পর্যন্ত ধারাবাহিক ছাড়ার সিদ্ধান্ত নেন দিতিপ্রিয়া। শারীরিক ও মানসিক অসুস্থতার কারণ দেখিয়ে নোটিস পিরিয়ড থেকেও অব্যাহতি চান তিনি।
এই পুরো সময় জীতু কমল বিভিন্ন ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেও দিতিপ্রিয়া ছিলেন সম্পূর্ণ নীরব। তিনি শুধু জানিয়েছিলেন, কিছুটা বিশ্রাম নিয়ে নতুন করে কাজে ফিরতে চান। আর সেই বিরতির প্রথম ঝলকই যেন ধরা পড়ল পুরীর ছবিতে একগাল হাসিতে, নতুন শুরুর বার্তা নিয়ে।
পিআর/এসএন