পরদায় উপস্থিতি আর চুম্বকীয় আকর্ষণের কথা উঠলেই এখন বারবার আলোচনায় আসছে শ্রীলীলার নাম। প্রাণবন্ত অভিনয় আর ঝলমলে পর্দা উপস্থিতিতে তিনি যেন আবারও নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেছেন, যার সবচেয়ে বড় প্রমাণ এখন প্রেক্ষাগৃহে চলমান ছবি পরাশক্তি। মুক্তির পর থেকেই দর্শক ভিড় বাড়ছে, আর সেই সাফল্যের কেন্দ্রে দাঁড়িয়ে আছেন এই অভিনেত্রী। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, শুধু তার নামই দর্শক টানার জন্য যথেষ্ট, যা বর্তমান বাণিজ্যিক সিনেমার বাজারে বিরল এক শক্তি।
পরাশক্তিতে শ্রীলীলার অভিনয়, অভিব্যক্তি আর পর্দার আবহ এমনভাবে মিশেছে যে দর্শকরা এক মুহূর্তের জন্যও চোখ সরাতে পারছেন না। তার দৃঢ় উপস্থিতি ছবির গতিকে আরও প্রাণবন্ত করেছে, আর নির্মাতারা আত্মবিশ্বাসী যে এই ধারা আগামী দিনেও বজায় থাকবে। ভক্তরা ইতিমধ্যেই তাকে বর্তমান সময়ের সবচেয়ে আকর্ষণীয় তারকাদের একজন বলে অভিহিত করছেন, কারণ তিনি শুধু নাচ বা সাজে নয়, চরিত্রের গভীরতাতেও সমান উজ্জ্বল।
সব মিলিয়ে পরাশক্তির সাফল্য শুধু ছবির জয় নয়, শ্রীলীলার তারকাখ্যাতির আরও এক ধাপ উত্থান বলেই মনে করছেন সমালোচকরা। প্রেক্ষাগৃহে আগুন আর নান্দনিকতার মেলবন্ধনে তিনি যে নতুন অধ্যায় লিখছেন, তা স্পষ্ট হয়ে উঠেছে প্রতিটি প্রদর্শনীতেই।
আইকে/টিকে