সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল ত্যাগ করেছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে রয়টার্স জানিয়েছে, পরীক্ষার ফলাফল ছিল ‘ভরসাজনক’।
এর আগে রয়্যাল কোর্টের এক বিবৃতিতে জানানো হয়, বাদশাহ সালমান রিয়াদের কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার জন্য ভর্তি ছিলেন। পরবর্তীতে জানানো হয়, প্রয়োজনীয় সব চিকিৎসা পরীক্ষা সম্পন্ন হওয়ার পর তিনি হাসপাতাল ত্যাগ করেন।
গালফ নিউজের তথ্যমতে, বাদশাহ সালমান ২০২৪ সালে ফুসফুসের প্রদাহজনিত সমস্যার কারণে চিকিৎসা নিয়েছিলেন। এর আগে ২০২২ সালের মে মাসে তিনি কোলনোস্কোপি পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হন এবং অন্যান্য পরীক্ষার পাশাপাশি কিছুদিন বিশ্রাম নেন।
একই বছরের মার্চে পেসমেকারের ব্যাটারি পরিবর্তনসহ সফল চিকিৎসা পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এছাড়া ২০২০ সালে তার পিত্তথলি অপসারণের অস্ত্রোপচার করা হয়।
বাদশাহ সালমান সৌদি আরবের সপ্তম শাসক। প্রয়াত বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের মৃত্যুর পর তিনি সিংহাসনে বসেন। তিনি সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আবদুলআজিজ আল সৌদের ২৫তম পুত্র।
রাজপরিবারের অভ্যন্তরীণ বিষয়াবলি পরিচালনায় দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা বাদশাহ সালমান কয়েক দশক ধরে সৌদি শাসকদের বিশ্বস্ত উপদেষ্টা হিসেবেও পরিচিত।
ইউটি/টিএ