ফিটনেস নিয়ে আর ঝুঁকি নেবেন না এমবাপ্পে!

হাঁটুর চোট থেকে পুরোপুরি সুস্থ না হয়ে উঠতেই স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে বদলি হিসেবে নেমে পড়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। তাতে অবশ্য দলের হার ঠেকাতে পারেননি তিনি। বার্সেলোনার কাছে সেই হারের পর বিদায় নিয়েছেন কোচ শাবি আলনসো। স্প্যানিশ এই কোচের বিদায়ের দায়ও কিছুটা হলেও এই ফরাসির কাঁধে চেপেছে।

স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনার বিপক্ষে হারের পর বোধোদয় হয়েছে এমবাপ্পের। হাঁটুর চোট থেকে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত আর মাঠে ফিরতে চান না বলে জোর দিচ্ছেন তিনি। ফলে এই শনিবার (১৭ জানুয়ারি) লা লিগায় লেভান্তের বিপক্ষে ঘরের মাঠে রিয়ালের ম্যাচে ফ্রান্সের এই তারকার অনুপস্থিত থাকার সম্ভাবনা প্রবল। ২৭ বছর বয়সী এমবাপ্পে ২০২৬ সালে নিজের প্রথম ম্যাচ খেলতে চোটের ঝুঁকি নিয়েই সুপার কাপের ফাইনাল খেলতে নেমেছিলেন। তবে সামনে এগোতে গিয়ে নিজের ফিটনেস নিয়ে আর কোনো ‘ঝুঁকি’ নিতে চান না।

ফরাসি দৈনিক ল’ইকিপ–এর প্রতিবেদনে বলা হয়েছে, লেভান্তের বিপক্ষে ম্যাচে এমবাপ্পে ‘সম্ভবত খেলবেন না’ এবং এরপর চ্যাম্পিয়ন্স লিগে মোনাকোর বিপক্ষে ম্যাচেও তার খেলা ‘অনিশ্চিত’। বাম হাঁটুত পুরোপুরি ‘অস্বস্তি’ না কাটানো পর্যন্ত তিনি মাঠে ফিরতে চান না। সেটি খুব বেশি দূরে নয় বলে মনে করা হলেও আপাতত লস ব্লাঙ্কোদের তাদের শীর্ষ গোলস্কোরারকে ছাড়া খেলতে হতে পারে।



ডিসেম্বর ৩১ তারিখে এমবাপ্পের হাঁটুর এমআরআই স্ক্যান করা হয়েছিল। এরপর চিকিৎসকদের পরামর্শ দেওয়া বিশ্রামের সময় প্রায় অর্ধেকে নামিয়ে এনে তিনি ১১ দিন পরই সুপারকোপা ফাইনালে খেলেন। সেই ম্যাচে বার্সেলোনার কাছে হারটাই ছিল সাবেক কোচ জাবি আলোনসোর বিদায়ের শেষ ধাক্কা। নতুন কোচ আলভারো আরবেলোয়ার অধীনেও শুরুটা ভালো হয়নি। বুধবার (১৪ জানুয়ারি) কোপা দেল রেতে দ্বিতীয় বিভাগের দল আলবাসেতের কাছে ৩–২ গোলে হেরে গেছে রিয়াল, যেখানে এমবাপ্পে স্কোয়াডেই ছিলেন না।

তবে সুপার কাপের ফাইনালে খেলার সিদ্ধান্ত নিয়ে এমবাপ্পের ‘কোনো আফসোস নেই’, কারণ ম্যাচটির গুরুত্ব ছিল বিশাল। কিন্তু সামনে গুরুত্বপূর্ণ বসন্তকাল আসছে, বিশেষ করে গ্রীষ্মে ফ্রান্সের সঙ্গে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের লক্ষ্যে তিনি আর ফিটনেস নিয়ে ঝুঁকি নিতে চান না।

যদিও খবর রয়েছে যে এমবাপ্পে লেভান্তের বিপক্ষে ফিট নন, তবু কোচ আরবেলোয়া তার সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন যে তারকা ফরোয়ার্ড অন্তত স্কোয়াডে থাকবেন।

আরবেলোয়া বলেন, ‘ওর অবস্থা ভালো, আর ও স্কোয়াডে থাকবে।’

সংবাদ সম্মেলনে আরবেলোয়া আরও বলেন, ‘আমি চারপাশে কী বলা হচ্ছে, সে বিষয়ে অজ্ঞ নই। আর যদি কেউ মনে করেন আমার কথাগুলো শাবির সমালোচনা, তাহলে তারা ভুল করবেন। আলবাসেতে যা হয়েছে, তা ছিল আইডিয়ার ঘাটতি, খেলায় ঘাটতি, ফিটনেসে ঘাটতি বা অন্য অনেক কিছু, যার দায় আমার। এখানে একজনই দায়ী থাকবে, আর সে হলো রিয়াল মাদ্রিদের কোচ। আন্তোনিও পিন্তুসের সঙ্গে আমরা খেলোয়াড়দের সব দিক থেকে সেরা অবস্থায় ফেরাতে কাজ করব।’

ফরাসি সংবাদমাধ্যমের প্রতিবেদনের কথা সত্য হলে, লেভান্তের বিপক্ষে এমবাপ্পেকে খেলালে তা হবে খেলোয়াড়ের নিজের ইচ্ছার বিরুদ্ধে।

এমবাপ্পে নিজেও মনে করেন, পুনর্বাসনের সময় কমিয়ে মাঠে ফেরা ‘সেরা সিদ্ধান্ত ছিল না’। তাই তিনি নিজের অবস্থার ওপর নজর রাখবেন এবং তারপরই মাঠে ফেরার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

হাঁটুর চোটে কোনো জটিলতা না হলে, চলতি মাস শেষ হওয়ার আগেই এমবাপ্পেকে আবার মাঠে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। ২০ জানুয়ারি চ্যাম্পিয়ন্স লিগে তার সাবেক ক্লাব মোনাকোর বিপক্ষে ম্যাচ রয়েছে, এরপর জানুয়ারির শেষদিকে ভিয়ারিয়াল ও বেনফিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে রিয়ালের ব্যস্ত মাস।

এমআর/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
‘বিশ্বের সেরা’ হোয়ান গার্সিয়ার প্রশংসায় বার্সেলোনা সতীর্থরা Jan 17, 2026
img
ইসিতে অষ্টম দিনের আপিল শুনানি শুরু Jan 17, 2026
img
একদিন বিশ্বকাপ খেলবে বাংলাদেশ, আশাবাদী ফিফা সভাপতি Jan 17, 2026
img
দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনতে যাচ্ছে ইসি Jan 17, 2026
img
বিপিএলে ২০০ রান না হওয়া নিয়ে ইমনের মন্তব্য Jan 17, 2026
img
দারুণ সেঞ্চুরিতে কোহলি-রুশোকে ছাড়িয়ে গেলেন ডেভিড ওয়ার্নার Jan 17, 2026
img
নিজের কাজের সিদ্ধান্ত নিজেই নেন অভিনেত্রী মিমি চক্রবর্তী Jan 17, 2026
img
বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড বাতিল করে নতুনভাবে গঠন Jan 17, 2026
img
মিশর ও ইথিওপিয়ার বিরোধ মেটাতে মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের Jan 17, 2026
img
আমি ফিরব, ইসলামি প্রজাতন্ত্রের পতন ঘটবেই : রেজা পাহলভি Jan 17, 2026
img
কে কী বলল তা শোনার প্রয়োজন নেই, জীবন ছোট: সোহিনী Jan 17, 2026
img
আজ গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতারের জন্মদিন Jan 17, 2026
img
বেনাপোল বন্দরে ভ্রমণে ১৪ লাখ, বাণিজ্যে ১২ কোটি টাকা রাজস্ব আয় Jan 17, 2026
img
কোন পরিকল্পনায় মঈনকে আউট করেছেন রিপন? Jan 17, 2026
img
জরুরি বৈঠকে বসেছে জামায়াতে ইসলামী Jan 17, 2026
img
জিম্বাবুয়ের বোলিং পরামর্শক হলেন বাংলাদেশের সাবেক কোচ Jan 17, 2026
img
মৃণাল সেনের আচরণ ছিল অনন্য মন্তব্য করলেন অভিনেত্রী মমতা শঙ্কর Jan 17, 2026
img
রবি তেজার বিপরীতে নজরকাড়া অভিনয় অভিনেত্রী আশিকার Jan 17, 2026
img
রাশিয়ার সেনাবাহিনীতে ৪ লাখের বেশি স্বেচ্ছাসেবকের যোগদান Jan 17, 2026
img
সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে পদ ছাড়লেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা Jan 17, 2026