বদলি হিসেবে ভারতীয় দলে ডাক পেলেন শ্রেয়াস আইয়ার ও রবি বিষ্ণোয়ী

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটাই ভারতের সবশেষ সিরিজ। ২১ জানুয়ারি শুরু হতে যাওয়া এই সিরিজ থেকে চোটের কারণে ছিটকে গেছেন ওয়াশিংটন সুন্দর ও তিলক ভার্মা।


শুক্রবার (১৬ জানুয়ারি) সিরিজে তাদের বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে বিসিসিআই।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দলে বদলি খেলোয়াড় হিসেবে নেওয়া হয়েছে শ্রেয়াস আইয়ার ও রবি বিষ্ণোয়ীকে। বিষ্ণোয়ীকে পুরো সিরিজের জন্য দলে রাখা হয়েছে, আর আইয়ারকে নেওয়া হয়েছে প্রথম তিনটি ম্যাচের জন্য।



উল্লেখ্য, সুন্দর ও তিলক দুজনেই ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডের সদস্য। এই প্রেক্ষাপটে আইয়ার ও বিষ্ণোয়ীর অন্তর্ভুক্তি বাড়তি গুরুত্ব পাচ্ছে। বিসিসিআই আগেই জানিয়েছিল, তিলক ভার্মা ৭ জানুয়ারি রাজকোটে পেটের একটি সমস্যার জন্য অস্ত্রোপচার করান।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে তিনি স্থিতিশীল আছেন এবং ভালোভাবে সুস্থতার দিকে এগোচ্ছেন।

বিসিসিআই আরও জানায়, তিলক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম তিনটি টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পারবেন না। বাকি দুই ম্যাচে তার খেলার সম্ভাবনা রিটার্ন-টু-ট্রেনিং ও স্কিল পর্বে অগ্রগতির ওপর নির্ভর করছে।

এই পরিস্থিতিতে তিলক ভার্মার মতোই মিডল-অর্ডারে ব্যাট করা শ্রেয়াস আইয়ারকে দলে নেওয়াকে ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। যদি তিলক সময়মতো পুরোপুরি ফিট না হন, তাহলে বিশ্বকাপের জন্য বিকল্প খোলা রাখতে চাইছে বিসিসিআই।

অন্যদিকে, বিসিসিআই এক বিবৃতিতে জানায়, '১১ জানুয়ারি ভাদোদরার বিকাশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (বিসিএ) স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বোলিং করার সময় ওয়াশিংটন সুন্দর নিচের পাঁজরের অংশে তীব্র অস্বস্তি অনুভব করেন। এরপর স্ক্যান ও বিশেষজ্ঞের সঙ্গে সরাসরি পরামর্শ করা হয়। তার সাইড স্ট্রেন ধরা পড়েছে এবং কয়েক দিন বিশ্রামের পর তাকে বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্সে (সিওই) রিপোর্ট করতে বলা হয়েছে, যেখানে তার চোটের আরও ব্যবস্থাপনা করা হবে।'

বিবৃতিতে আরও বলা হয়, 'এই অলরাউন্ডার নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন আইডিএফসি ফার্স্ট ব্যাংক টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন।পুরুষদের নির্বাচক কমিটি তার বদলে রবি বিষ্ণোয়ীকে দলে নিয়েছে। একই সঙ্গে চোটগ্রস্ত তিলক ভার্মার বদলি হিসেবে প্রথম তিনটি ম্যাচের জন্য টি-টোয়েন্টি দলে যুক্ত করা হয়েছে শ্রেয়াস আইয়ারকে।'

নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের হালনাগাদকৃত টি-টোয়েন্টি স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন (উইকেটকিপার), শ্রেয়াস আইয়ার (প্রথম তিন টি-টোয়েন্টি), হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), রিঙ্কু সিং, জসপ্রিত বুমরাহ, হারশিত রানা, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ইশান কিশান (উইকেটকিপার), রবি বিষ্ণোয়ী।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
উগান্ডায় বিরোধীদলীয় নেতাকে হেলিকপ্টারে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী Jan 17, 2026
img
সংসার ও মাতৃত্বের প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন কারিনা Jan 17, 2026
img
৫ম দিনেও ব্যবসায় দারুণ গতি ধরে রেখেছে চিরঞ্জীবী-নয়নতারার সিনেমা Jan 17, 2026
img
‘বিশ্বের সেরা’ হোয়ান গার্সিয়ার প্রশংসায় বার্সেলোনা সতীর্থরা Jan 17, 2026
img
ইসিতে অষ্টম দিনের আপিল শুনানি শুরু Jan 17, 2026
img
একদিন বিশ্বকাপ খেলবে বাংলাদেশ, আশাবাদী ফিফা সভাপতি Jan 17, 2026
img
দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনতে যাচ্ছে ইসি Jan 17, 2026
img
বিপিএলে ২০০ রান না হওয়া নিয়ে ইমনের মন্তব্য Jan 17, 2026
img
দারুণ সেঞ্চুরিতে কোহলি-রুশোকে ছাড়িয়ে গেলেন ডেভিড ওয়ার্নার Jan 17, 2026
img
নিজের কাজের সিদ্ধান্ত নিজেই নেন অভিনেত্রী মিমি চক্রবর্তী Jan 17, 2026
img
বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড বাতিল করে নতুনভাবে গঠন Jan 17, 2026
img
মিশর ও ইথিওপিয়ার বিরোধ মেটাতে মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের Jan 17, 2026
img
আমি ফিরব, ইসলামি প্রজাতন্ত্রের পতন ঘটবেই : রেজা পাহলভি Jan 17, 2026
img
কে কী বলল তা শোনার প্রয়োজন নেই, জীবন ছোট: সোহিনী Jan 17, 2026
img
আজ গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতারের জন্মদিন Jan 17, 2026
img
বেনাপোল বন্দরে ভ্রমণে ১৪ লাখ, বাণিজ্যে ১২ কোটি টাকা রাজস্ব আয় Jan 17, 2026
img
কোন পরিকল্পনায় মঈনকে আউট করেছেন রিপন? Jan 17, 2026
img
জরুরি বৈঠকে বসেছে জামায়াতে ইসলামী Jan 17, 2026
img
জিম্বাবুয়ের বোলিং পরামর্শক হলেন বাংলাদেশের সাবেক কোচ Jan 17, 2026
img
মৃণাল সেনের আচরণ ছিল অনন্য মন্তব্য করলেন অভিনেত্রী মমতা শঙ্কর Jan 17, 2026