প্রচারের ঝড় এবং প্রভাসের বিপুল ভক্তসমর্থন থাকা সত্ত্বেও নতুন ছবি ‘দ্য রাজা সাব’ ব্যবসায়িকভাবে পরিবেশকদের জন্য হতাশার কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিশেষ করে তেলেগু রাজ্যগুলোতে ছবিটির ফলাফল প্রত্যাশার তুলনায় অনেকটাই দুর্বল। প্রাথমিক হিসাব অনুযায়ী পরিবেশকদের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ লোকসানের আশঙ্কা করা হচ্ছে, আর এখন পর্যন্ত মোট সংগ্রহ দাঁড়িয়েছে আনুমানিক সত্তর কোটি রুপি।
পরিচালক মারুথি অবশ্য এখনও আশাবাদী। তাঁর দাবি, দর্শকরা দ্বিতীয়বার দেখলে ছবিটির মান আরও ভালোভাবে বুঝতে পারবেন। তবে বাণিজ্য মহলের একটি বড় অংশ এই বক্তব্য মানতে নারাজ। মুক্তির প্রথম প্রদর্শনী থেকেই নেতিবাচক প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ায় ছবিটির ভবিষ্যৎ অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। নানা ধরনের প্রচারণা চালানো হলেও সেই ধারা বদলাতে পারেনি।
পরিবেশকদের সূত্রে জানা গেছে, গত তিন দিনে ছবিটির দৈনিক সংগ্রহ দাঁড়িয়েছে মাত্র তিন থেকে পাঁচ কোটি রুপির মধ্যে, যা ব্যয় উঠিয়ে আনার জন্য যথেষ্ট নয়। এই গতিতে চললে ছবিটি একশ পঞ্চাশ কোটি রুপির মাইলফলক স্পর্শ করাও প্রায় অসম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা, যদি না কোনো অলৌকিক পরিবর্তন ঘটে।
শিল্পমহলের মতে, ‘দ্য রাজা সাব’-এর ফলাফল একটি বড় সতর্কবার্তা হয়ে দাঁড়িয়েছে। শুধু তারকাখ্যাতি দিয়ে বক্স অফিসে টিকে থাকা সম্ভব নয়, শক্ত গল্প ও নির্মাণও সমানভাবে প্রয়োজন এই বার্তাই যেন আবার স্পষ্ট হলো।
এমকে/টিএ