ছোটপর্দার বর্তমান সময়ে দর্শকপ্রিয় মুখ অভিনেত্রী নাজনীন নাহার নিহা। অভিনয় ক্যারিয়ার বেশিদিনের নয়। তবে অল্প সময়ের ব্যবধানে একের পর এক নাটকে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগামাধ্যমে বেশ সরব তিনি। সম্প্রতি দেশের বাইরে গিয়েছেন তিনি। সেখানে থেকে একটি ভিডিও আপলোড করেন ফেসবুকে। ভিডিওটি ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে। নেটিজেনরা বলছেন হট লুকে দেখা গিয়েছে তাকে।
ভিডিতে নেহাকে দেখা যায় সমুদ্রের পাড়েই সিড়ির সামনে সাদা পোশাকে বেশ হাসিখুশি তিনি হেঁটে নামছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) পোস্ট করা এই ভিডিওর মন্তব্যের ঘরে বেশ প্রশংসা করছেন তার ভক্তরা।
প্রসঙ্গত, ২০২৩ সালে ঈদুল ফিতরে প্রবীর রায় চৌধুরীর ‘লাভ সেমিস্টার’ দিয়ে অভিনয়ে অভিষেক ঘটে নাজনীন নাহার নিহার। এরপর একে একে অনেক নাটকে অভিনয় করেছেন। পেয়েছেন দর্শকপ্রিয়তা। এবারের কোরবানি ঈদে তার অভিনীত নাটক ‘আশিকি’ ইউটিউব ট্রেন্ডিংয়ে জায়গা করে নেয় শীর্ষে।
এমকে/টিএ