প্রেম তাঁর জীবনে বহুবার এসেছে, তবে কোথাও স্থায়ী হয়নি রণজয় বিষ্ণুর। অবশেষে সমস্ত জল্পনার ইতি টানলেন ‘গুড্ডি’-র নায়ক। ভ্যালেন্টাইন্স ডে-তে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তিনি ২৩ বছরের শ্যামৌপ্তি মুদলির সঙ্গে।
ছোটপর্দার দর্শকদের কাছে কখনও অনুজ স্যার, কখনও আদরের অনিকেত এই পরিচয়ই রণজয়কে জনপ্রিয় করেছে। হাজারো মহিলা ভক্তের হৃদয় ভেঙে এই বিশেষ দিনে তিনি বিয়ে করছেন শ্যামৌপ্তির সঙ্গে, যিনি জনপ্রিয় ধারাবাহিক ‘গুড্ডি’-র নায়িকা। কয়েক বছর ধরে রণজয়ের ব্যক্তিগত জীবন বিভিন্নবার সংবাদ শিরোনামে এসেছে। সোহিনী সরকারের সঙ্গে সম্পর্কের শুরুর ও শেষের বিতর্ক, প্রাক্তন সম্পর্ক ঘিরে নানা আলোচনার পর এবার তিনি স্থির হলেন শ্যামৌপ্তির পাশে।
বিয়ের অনুষ্ঠান হবে ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কলকাতার সার্দান অ্যাভিনিউতে। একই দিনে বিয়ে ও রিসেপশন হবে, এবং অনুষ্ঠানটি থাকবে ছিমছাম ও আড়ম্বরবিহীন। ঘনিষ্ঠ সূত্রের খবর, রণজয় সবসময়ই সরল ও প্রাঞ্জল অনুষ্ঠান পছন্দ করেন।
শ্যামৌপ্তি ২০০২ সালের ৪ নভেম্বর জন্মগ্রহণ করেন। অন্যদিকে রণজয়ের জন্ম ১৯৮৮ সালের মার্চে। প্রায় ১৪ বছরের বয়সের ব্যবধানও কখনো তাঁদের সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়ায়নি। ‘গুড্ডি’ ধারাবাহিকের সেটেই শুরু হয়েছিল বন্ধুত্ব, ধীরে ধীরে তা প্রেমে পরিণত হয়। বিতর্কের সময়ও শ্যামৌপ্তি রণজয়ের পাশে ছিলেন। কম বয়স হলেও তাঁর পরিপক্বতা সবাইকে মুগ্ধ করেছে। এবার সেই সম্পর্ক পাচ্ছে সামাজিক স্বীকৃতি। নতুন জীবনের পথে পা বাড়াতে চলেছেন রণজয় ও শ্যামৌপ্তি, এবং এই খবর টলিপাড়ার অন্যতম চর্চিত বিষয় হয়ে উঠেছে।
পিআর/টিএ