ঢালিউড অভিনেত্রী তমা মির্জা সিনেমা থেকে যেন অনেকটা দূরে সরে গিয়েছিলেন। কারণ গত বছর প্রেক্ষাগৃহে মাত্র একটি সিনেমা মুক্তি পেয়েছিল তার। যদিও এক 'দাগি' সিনেমা দিয়েই দর্শক-সমালোচকদের জবাব দিয়েছিলেন অভিনেত্রী।
এর আগে ২০১৫ সালে শাহনেওয়াজ কাকলী পরিচালিত ‘নদীজন’ সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তমা মির্জা। তবে সেই সময় তিনি গতানুগতিক নায়িকা চরিত্রে অভিনয়ে সীমাবদ্ধ ছিলেন। পরে রায়হান রাফী তাকে নতুন করে দর্শকদের সামনে হাজির করেন। ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্মে নিজেকে ভেঙে হাজির হন অভিনেত্রী। পরে ‘সাত নম্বর ফ্লোর’ দিয়ে আবার আলোচনায় আসেন তিনি। ‘ফ্রাইডে’, ‘সুড়ঙ্গ’ এবং সর্বশেষ শিহাব শাহীনের ‘দাগি’—সব কটিতেই প্রশংসিত হয়েছিল তার অভিনয়।
এবার নতুন বছরে দুটি সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে আবারও ব্যস্ত হয়ে পড়ছেন তমা মির্জা। এবার নতুন দুই পরিচালক, নতুন প্রযোজনা প্রতিষ্ঠান এবং নতুন সহশিল্পীর সঙ্গে কাজ করতে যাচ্ছেন অভিনেত্রী। সব কিছু মিলিয়ে তমা মির্জার সামনে অপেক্ষা করছে নতুন বছরের ব্যস্ততা ।
নতুন বছরে যে দুটি সিনেমায় তমা মির্জাকে দেখা যাবে, তার একটি হচ্ছে গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘জলযুদ্ধ’ সিনেমা। এ সিনেমায় তমা মির্জার বিপরীতে অভিনয় করবেন অভিনেতা মোশাররফ করিম। অন্যটির পরিচালক হাসান মোরশেদ। তবে এখনই সিনেমার নাম প্রকাশ করতে চান না নির্মাতা।
পরিচালক সূত্রে জানা গেছে, একটি সিনেমায় আনুষ্ঠানিক চুক্তিবদ্ধ হয়েছেন তমা মির্জা। অন্যটিতে মৌখিক কথাবার্তা চূড়ান্ত হয়েছে। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন অভিনেতা শরীফুল রাজ। হাসান মোরশেদের সিনেমার শুটিং চলতি মাসেই শুরু হওয়ার কথা রয়েছে। তবে তমা ও রাজের অংশের শুটিং এখনই হচ্ছে না। অন্যদিকে দোদুল তার সিনেমার শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন। বেশিরভাগ শিল্পীই চূড়ান্ত হয়ে গেছে। কলাকুশলী ও টিমের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে।
সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এ সিনেমার বিষয়ে কথা বলতে নারাজ তমা মির্জা। তবে অভিনেত্রী জানিয়েছেন, ‘দুটি সিনেমার গল্প শুনেছি। দুটিই দুর্দান্ত। এ ধরনের গল্প আর পরিচালকের ভাবনার সঙ্গে যে কোনো অভিনয়শিল্পীই যুক্ত হতে চাইবে। এর বেশি আপাতত কিছুই বলতে পারব না। পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে জানালে সবাই জানতে পারবেন বলে জানান অভিনেত্রী।
এদিকে তমা মির্জা ওপার বাংলার নির্মাতা অঞ্জন দত্তের পরিচালনায় ‘দুই বন্ধু’ ওয়েব সিরিজে ২০২৩ সালের ডিসেম্বরে কলকাতায় টানা ৯ দিন শুটিং করেছিলেন তিনি। তবে সিরিজটি এখনো মুক্তি পায়নি। এটির মুক্তির অপেক্ষায় আছেন অভিনেত্রী।
অঞ্জন দত্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে তমা মির্জা বলেন, কলকাতার কোনো পরিচালকের সঙ্গে কাজ করিনি। শুরুতে একটু ভয় ছিল। কিন্তু অভিজ্ঞতাটা অসাধারণ। তিনি যেমন দারুণ পরিচালক, ঠিক তেমনই অসাধারণ মানুষ। ক্যাপ্টেন অব শিপ হিসেবে আমাকে মুগ্ধ করেছেন। কলকাতায় কাজের পরিবেশ নিয়েও সন্তুষ্ট তমা বলেন, এক শিফট করে কাজ হয়েছে। টিম খুব গোছানো। সবাই জানে কে কী করবে। অনেক কিছু শিখেছি।
এমকে/টিএ