জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর নতুন নতুন গান উপহারের পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনেও ভূমিকা রাখছেন। তাই বর্তমান সময়ে প্রায়ই আলোচনায় থাকে সংগীতাঙ্গনের এ যুবরাজ। সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে দেশের বিনোদন জগতের তারকাদের নিয়ে এক ব্যতিক্রমধর্মী বক্তব্য দেন আসিফ আকবর। ব্যান্ড তারকা জেমস, ঢালিউড কিং শাকিব খান ও অভিনেত্রী পরীমনিকে খোলামেলা কথা বলেন বাংলা গানের এই যুবরাজ।
জেমস প্রসঙ্গে আসিফ বলেন, আপনি এত বড় একজন শিল্পী। কিন্তু দেশের কোনো আন্দোলন বা সামাজিক সংকটে আপনাকে সক্রিয়ভাবে দেখা যায় না। ফেসবুকে নানা বিষয় শেয়ার করেন, কিন্তু শিল্পীদের সমস্যা বা দেশের সংকট নিয়ে কথা বলেন না কেন?
ঠিক তেমনই ঢালিউড কিং শাকিব খানের কাছে আলাদা প্রশ্ন রাখেন আসিফ আকবর। শাকিবের ডায়ালগ ও গানের কণ্ঠ নিয়ে এ সংগীতশিল্পী বলেন, আপনি যখন ডায়ালগ দেন, তখন কণ্ঠ একরকম শোনায়। কিন্তু গানের সময় হঠাৎ গলা চিকন হয়ে যায়, কিছুটা মেয়েলি শোনায়। যেখানে কিংবদন্তি কণ্ঠশিল্পীরা গান দিয়েছেন, সেখানে এখন যাদের সঙ্গে আপনি কাজ করছেন, সেই টোন কি ঠিক চলছে? আপনি এটা কীভাবে উপভোগ করছেন?
অর্থাৎ আসিফ আকবর বোঝাতে চেয়েছেন- প্লেব্যাকশিল্পীদের জন্য নির্দিষ্ট একটি ব্যাকরণ আছে, তা মানা জরুরি।
শেষে জনপ্রিয় অভিনেত্রী পরীমনিকে নিয়ে নিজের ভাবনার কথা বললেন আসিফ আকরব। সংগীতের যুবরাজ বলেন, পরীমনিকে যতটুকু দেখি, সে একটু খামখেয়ালি। আমি তাকে প্রশ্ন করতে চাই তুমি আমাদের মুক্তি দেবে কবে? তুমি একটা কিছু কর, সেটেল ডাউন হও। কীভাবে করবে, সেটি আমাকে বলো।
এমকে/টিএ