এএফকন ২০২৫-এর সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে মিশর। তবে দলের হতাশার মাঝেও ইতিহাস গড়েছেন দেশটির তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। আন্তর্জাতিক ফুটবলে গোল অবদানে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকেও পেছনে ফেলেছেন তিনি।
মিশরের হয়ে আন্তর্জাতিক ফুটবলে ১০০ গোল অবদানের মাইলফলক স্পর্শ করেছেন সালাহ। আর সেটিও করেছেন মাত্র ১১১ ম্যাচে। এই অর্জনে তিনি পেছনে ফেলেছেন ফুটবল ইতিহাসের দুই মহাতারকা: লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে।
মেসি আর্জেন্টিনার হয়ে ১০০ গোল অবদানে পৌঁছাতে খেলেছিলেন ১২২ ম্যাচ, আর রোনালদোর লেগেছিল ১৩৬ ম্যাচ। বর্তমানে মেসির ১৯৬ ম্যাচে মোট গোল অবদান ১৭৬। অন্যদিকে, আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১৪৩ গোলের মালিক রোনালদো।
আন্তর্জাতিক ফুটবলে দ্রুততম ১০০ গোল অবদানে পৌঁছানো খেলোয়াড়দের তালিকায়:
পেলে: ৭৭ ম্যাচ
নেইমার: ৯৪ ম্যাচ
মোহাম্মদ সালাহ: ১১১ ম্যাচ
লুকাকু: ১১৩ ম্যাচ
সুয়ারেজ: ১১৬ ম্যাচ
মেসি: ১২২ ম্যাচ
এই তালিকায় রোনালদোর অবস্থান নবম।
বর্তমান প্রজন্মের খেলোয়াড়দের মধ্যে এই রেকর্ডে চ্যালেঞ্জ জানানোর সামর্থ্য দেখাচ্ছেন কেবল নরওয়ের এরলিং হালান্ড। মাত্র ৪৮ ম্যাচে ৬১ গোল অবদান করেছেন এই তরুণ স্ট্রাইকার।
দলীয় সাফল্য না এলেও ব্যক্তিগত কীর্তিতে অনন্য সালাহ। ইতিহাসের পাতায় নাম লেখালেও, শিরোপার অপেক্ষায় রইলেন আফ্রিকার এই সুপারস্টার।
এমআর/টিএ