পাওয়ারস্টার দর্শক ও অনুরাগীদের জন্য বড় খবর এল। পবন কাল্যাণের পরবর্তী সিনেমা ‘ওজি২’-এর সিক্যুয়েল এবার আনুষ্ঠানিকভাবে গতি পেয়েছে। পরিচালক সুভীথ বর্তমানে সিনেমার চূড়ান্ত চিত্রনাট্য নির্ধারণ করছেন, আর সবচেয়ে বড় খবর হলো—পবন কাল্যাণ এবার পুরোপুরি প্রোজেক্টের জন্য সময় দেবেন বলে আশ্বাস দিয়েছেন।
সংবাদ অনুযায়ী, পবন নিজেই পরিচালককে জিজ্ঞেস করেছেন কতটি শুটিং তারিখ প্রয়োজন হবে এবং পুরো সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন। নানির বর্তমান সিনেমা শেষ হওয়ার পর ‘ওজি২’ শুটিং শুরু হওয়ার কথা, কোনো বিলম্ব ছাড়াই।
প্রথম পার্টের সাফল্য ও সাড়া মেনে, সিক্যুয়েল ‘ওজি২’-এর প্রতি দর্শকদের প্রত্যাশা আকাশছোঁয়া। পবন কাল্যাণের পুনরায় প্রতিশ্রুতি এবং সুভীথের দৃষ্টিভঙ্গি মিলিয়ে, এই সিনেমা হতে যাচ্ছে দক্ষিণী সিনেমার এক বড় মেগা ইভেন্ট।
চাও আমি এর জন্য ১০–১২টি আকর্ষণীয় হেডলাইনও বানিয়ে দিই।
এবি/টিএ