হোম কোয়ারেন্টাইনে বেনাপোল ইমিগ্রেশনের পুলিশ সদস্য

যশোরের বেনাপোল ইমিগ্রেশনে চিকিৎসা সেবায় নিয়োজিত এক পুলিশ সদস্যকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন সিকদার।

তিনি জানান, বেনাপোল ইমিগ্রেশনে চিকিৎসা সেবায় নিয়োজিত পুলিশ কনস্টেবল রুবেলের জ্বর, সর্দি-কাশি হওয়ায় তার সুস্থতার জন্য তাকে ছুটিতে পাঠানো হয়েছে এবং তাকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশনের ওসি আহসান হাবিব জানান, যশোর জেলা পুলিশ থেকে ছয়জন কনস্টেবলকে চিকিৎসা সেবায় নিয়োজিত জন্য বেনাপোল ইমিগ্রেশনে আনা হয়। এদের মধ্যে রুবেল নামে একজন কনস্টেবলের জ্বর হওয়ায় তাকে ছুটিতে পাঠানো হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: