সাম্প্রতিক সময়ে ভিনিসিয়ুস জুনিয়র এবং রিয়াল মাদ্রিদের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। এই অপ্রত্যাশিত দূরত্ব তৈরির পেছনে একাধিক কারণ রয়েছে।
যে খেলোয়াড় একসময় ক্লাবের ‘বিশেষ’ তারকা ও ব্যালন ডি’অর জয়ের অন্যতম দাবিদার ছিলেন, তিনিই সাম্প্রতিক ম্যাচগুলোতে সমর্থকদের কাছ থেকে নিয়মিত দুয়ো শুনছেন। এই পরিস্থিতির জন্য আংশিকভাবে ভিনিসিয়ুস নিজেও দায়ী।
তার বাজে ফর্ম এবং আগের মতো নিয়মিত গোল করতে না পারা, এগুলো তো বড় কারণই। এর সঙ্গে মাঠে তার কিছু আচরণ যোগ হয়েছে, যা শুরুতে মজার মনে হলেও এখন অনেক সমর্থকের ধৈর্যের সীমা ছুঁয়ে ফেলেছে।
রিয়াল মাদ্রিদের হয়ে সবচেয়ে জটিল সময় পার করছেন ভিনিসিয়ুস জুনিয়র। কিলিয়ান এমবাপ্পে ক্লাবে আসার পর ভিনিসিয়ুসের বিরুদ্ধে সমর্থকদের একটি বড় অংশ মুখ ফিরিয়ে নিলেও, এখনো এমন একটি অংশ আছে যারা তাকে সমর্থন দিয়ে যাচ্ছে। কারণ, এই খেলোয়াড় ইতোমধ্যেই ক্লাবের ইতিহাসের অংশ।
গতকাল লেভেন্তেরর বিপক্ষে ম্যাচে দুয়োতে ভীষণভাবে ভেঙে পড়েছিলেন ভিনিসিয়াস। তবে স্প্যানিশ দৈনিক এল চিরিঙ্গুইতো জানিয়েছে, ম্যাচ শেষে স্টেডিয়াম ছাড়ার সময় কিছু সমর্থক তাকে থামিয়ে ভালোবাসা ও সমর্থন জানিয়েছেন।
সমর্থকদের দেওয়া বার্তাগুলো ছিল হৃদয়ছোঁয়া এবং নিঃসন্দেহে খেলোয়াড়টির কাছে পৌঁছেছে। ‘শেষ পর্যন্ত আমরা তোমার সঙ্গেই আছি’, ‘তুমি ছিলে, এখনো সেরা’, এই ক্লাবের জন্য তুমি যা করেছ, আমরা কখনো ভুলব না’, ‘তুমি আরো শক্তিশালী হয়ে ফিরবে।’
ক্লাবের আশঙ্কা, ভিনিসিয়ুস ও সমর্থকদের মধ্যকার এই টানাপড়েন তার চুক্তি নবায়নের বিষয়টিকে আরো জটিল করে তুলতে পারে, যেটি এমনিতেই নানা জটিলতায় ভুগছে। তবে এমন সমর্থনসূচক আচরণ অনেক দূর এগিয়ে দেয় এবং ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।