গণতন্ত্রকে টিকিয়ে রাখতে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ইশরাক হোসেন আরও বলেন, বাংলাদেশের জনগণ সচেতন। শেষ পর্যন্ত তারাই ঠিক করবে কে রাষ্ট্র পরিচালনা করবে।
রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর গোপীবাগে বাংলাদেশ বয়েজ ক্লাব (৩৯ নং ওয়ার্ড) আয়োজিত সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও শোক সভায় তিনি এ মন্তব্য করেন।
ইশরাক বলেন, ভোটকেন্দ্রে যাওয়াই গণতন্ত্র রক্ষার একমাত্র পথ। জনগণ সরাসরি ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত নেবে- এটাই গণতন্ত্রের মূল কথা।
তিনি বলেন, বিগত ১৭ বছর ধরে বাংলাদেশে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে একটি গোষ্ঠী ক্ষমতাকে চিরস্থায়ী করার চেষ্টা করেছে। কিন্তু বাংলাদেশের মানুষ সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে আবারও গণতন্ত্রের পথে হাঁটতে চায়।
তিনি বলেন, গণতন্ত্র মানে শুধু স্লোগান নয়- গণতন্ত্র মানে জনগণের সরাসরি অংশগ্রহণ। প্রত্যেক পাঁচ বছর অন্তর একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্রক্ষমতার পরিবর্তন নিশ্চিত করতে হবে।
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, এই নির্বাচন শুধু একটি সরকার পরিবর্তনের নির্বাচন নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন। আমরা চাই- এই নির্বাচন হোক অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক।
তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমি বারবার অনুরোধ করছি- আপনারা পরিবার-পরিজনসহ ভোটকেন্দ্রে যাবেন। আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। ভোট না দিলে গণতন্ত্র দুর্বল হয়, আর ভোট দিলে গণতন্ত্র শক্তিশালী হয়।
ইশরাক হোসেন আরও বলেন, বাংলাদেশের জনগণ সচেতন। শেষ পর্যন্ত তারাই ঠিক করবে কে রাষ্ট্র পরিচালনা করবে। জনগণের রায় আমরা সবাই মেনে নেব- শর্ত একটাই, সেই রায় যেন আসে জনগণের স্বাধীন ভোটের মাধ্যমে।
তিনি বলেন, আমরা একটি স্বাধীন, সার্বভৌম, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। ইনশাআল্লাহ, ভোটকেন্দ্রে জনগণের উপস্থিতিই সেই স্বপ্ন বাস্তবায়নের পথ দেখাবে।
বীর মুক্তিযোদ্ধা মোজ্জামেল হক মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মকবুল ইসলাম খান টিপু, ওয়ারী থানা বিএনপির আহ্বায়ক হাজী লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ আরেফ, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি গোলাম মোস্তফা সাগর, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক মুকিতুল আহসান রন্জু প্রমুখ।
এসকে/এসএন