ডান উরুতে চোট পাওয়ায় লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে বার্সেলোনার অ্যাওয়ে ম্যাচ থেকে ছিটকে গেছেন রাফিনিয়া। খেলোয়াড়ের ফিটনেস নিয়ে কোনো ঝুঁকি না নিতেই এই সিদ্ধান্ত নিয়েছে কাতালান ক্লাবটি। খবর ওয়ান ফুটবলের।
রোববার (১৮ জানুয়ারি) বার্সেলোনা নিশ্চিত করেছে, সান সেবাস্তিয়ানে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচে রাফিনিয়া দলে থাকছেন না। ক্লাব সূত্র জানিয়েছে, এটি নতুন কোনো বড় চোট নয়।
সাম্প্রতিক সময়ে উরুর সমস্যার কারণেই তাকে বিশ্রামে রাখা হচ্ছে। ২৯ বছর বয়সি এই ব্রাজিলিয়ান উইঙ্গার শেষ অনুশীলন সেশনেও অংশ নেননি। গত কয়েক সপ্তাহ ধরেই পেশির অস্বস্তির কারণে তাকে সতর্কভাবে খেলানো হচ্ছিল।
এর মধ্য দিয়ে টানা পাঁচ ম্যাচ খেলার ধারাবাহিকতায় ছেদ পড়ল রাফিনিয়ার। এই সময়ের মধ্যে তিনি ব্যথা নিয়েই খেলেছেন, যার মধ্যে রিয়াল মাদ্রিদের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপ ফাইনালে তার দুর্দান্ত পারফরম্যান্সও ছিল।
চলতি বছরের শুরু থেকেই বাঁ উরুর অ্যাডাক্টর অংশে অস্বস্তিতে ভুগছেন রাফিনিয়া। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচে তার খেলা নিয়েই আগে থেকেই সংশয় ছিল।
রাফিনিয়ার অনুপস্থিতি রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে বার্সেলোনার জন্য বড় ধাক্কা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮ ম্যাচে ১১ গোল এবং পাঁচটি অ্যাসিস্ট করেছেন রাফিনিয়া।
আইকে/টিএ