আতঙ্কের মধ্যেই তিন আসনে ভোটগ্রহণ শুরু

নভেল করোনাভাইরাসের সংক্রমণে দিন দিন পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। এরই মধ্যে সারাবিশ্বে প্রায় দুই লাখ ৭২ হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ১১ হাজার ২৯৯ জনের। এ নিয়ে বাংলাদেশেও আতঙ্ক বিরাজ করছে। ফলে গণজমায়েত হয় এমন প্রায় সবকিছুই বন্ধ করে দেয়া হয়েছে। তবুও আতঙ্কের মধ্যেই শনিবার ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ সংসদীয় আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত। ঢাকা-১০ আসনে ইভিএমে এবং বাকি দুই আসনে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হচ্ছে। তবে ভোটারদের উপস্থিতি অনেক কম।

ঢাকা-১০ আসনটিতে এবার মোট ভোটার তিন লাখ ২১ হাজার ২৭৫ জন। এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৬ জন প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগের মো. শফিউল ইসলাম, বিএনপির শেখ রবিউল আলম, জাতীয় পার্টির মো. শাহজাহান, বাংলাদেশ কংগ্রেসের মিজানুর রহমান চৌধুরী, বাংলাদেশ মুসলিম লীগের নবাব খাজা আলী হাসান আসকারী এবং প্রগতিশীল গণতান্ত্রিক দলের আব্দুর রহীম।

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর ও পলাশবাড়ী) আসনে মোট ভোটার চার লাখ আট হাজার ৭৪ জন। এ নির্বাচনে চার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের উম্মে কুলসুম স্মৃতি, বিএনপির অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, জাতীয় পার্টির মইনুল রাব্বী চৌধুরী এবং জাসদের এসএম খাদেমুল ইসলাম খুদি।

বাগেরহাট-৪ (মোড়রগঞ্জ ও শরণখোলা) আসনে মোট ভোটার দুই লাখ ৯৭ হাজার ৪৩৪ জন। এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগের মো. আমিরুল আলম মিলন এবং জাতীয় পার্টি থেকে সাজন কুমার মিস্ত্রী।

এর আগে, শুক্রবার সকাল থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে ভোটের সরঞ্জামাদি তুলে দেয়া হয়। তবে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতির পাশাপাশি নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরাপত্তা কর্মীসহ ভোটগ্রহণ কর্মকর্তারা।

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ

img
বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু Apr 27, 2024
img
মস্কো উৎসবে বিশেষ জুরি অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশি সিনেমা ‘নির্বাণ’ Apr 27, 2024
img
রোববার ৫ নির্দেশনায় খুলছে স্কুল-কলেজ, , বন্ধ থাকবে প্রাক-প্রাথমিক Apr 27, 2024
img
দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস দিলো আবহাওয়া অফিস Apr 27, 2024
img
গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দিয়েছে ইসরায়েল : হামাস Apr 27, 2024
img
গাজা নীতির বিরোধিতা করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের পদত্যাগ Apr 27, 2024
img
বাগেরহাটে ট্রাক-ভ্যান মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ Apr 27, 2024
img
বিএনপি দাসত্ব করে ক্ষমতা পাওয়ার জন্য : ওবায়দুল কাদের Apr 27, 2024
img
আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায় Apr 27, 2024
img
গুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু আজ, কেন্দ্রে থাকবে পানি ও চিকিৎসা ব্যবস্থা Apr 27, 2024