দলের আমিরের জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমান নিরাপত্তা প্রটোকল দাবি করেছে জামায়াতে ইসলামী। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাতে দলটির পক্ষ থেকে এই দাবি তোলা হয়।
বিকেলে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন-দলের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি বলেন, ‘একটি দলের প্রধানকে অতিরিক্ত প্রটোকল বা নিরাপত্তা দিয়ে সরকার পক্ষপাতমূলক আচরণ করছে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে জামায়াতের আমিরকেও সমপরিমাণ প্রটোকল দিতে হবে।’
নির্বাচনের স্বচ্ছতা নিয়ে তিনি আরও বলেন, ‘প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য আমরা অনুরোধ করেছি। প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন যে, এ বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ সময় নির্বাচনের পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তাহের বলেন, ‘কিছু জেলায় ডিসি ও এসপির আচরণ পক্ষপাতমূলক। আমরা তাঁদের তালিকা প্রধান উপদেষ্টাকে দিয়েছি। এ ছাড়া একটি বিশেষ দলের চাপে দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিদের মনোনয়নপত্র বৈধ করার মতো অনিয়ম হচ্ছে বলেও আমরা অভিযোগ জানিয়েছি।’
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি সম্মান জানিয়ে তিনি ঘোষণা করেন, দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের আসনে জামায়াত নেতৃত্বাধীন জোট কোনো প্রার্থী দেবে না।
এর আগে গত ১৫ জানুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন।
পিএ/এসএন