স্ত্রী শুরা খানের জন্মদিন উপলক্ষে আবেগে ভাসলেন অভিনেতা ও প্রযোজক আরবাজ খান। বিশেষ এই দিনে সামাজিক মাধ্যমে ভালোবাসায় ভরা শুভেচ্ছাবার্তা ভাগ করে নেন তিনি। ইনস্টাগ্রামে শুরার সঙ্গে কাটানো কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি প্রকাশ করে আরবাজ লেখেন, শুরার সঙ্গে কাটানো প্রতিটি দিনই তাঁর জীবনের কাছে আশীর্বাদের মতো।
পোস্টে শুরা খান-কে শুধু স্ত্রী নয়, নিজের সবচেয়ে কাছের মানুষ ও বন্ধু হিসেবেও উল্লেখ করেন আরবাজ। তাঁর ভাষায়, শুরাই তাঁর হাসি, শান্তি এবং পরিবারের অনুভূতি। জন্মদিনে শুরার জন্য তাঁর কামনা, জীবনের প্রতিটি দিন যেন শুরার নিজের মতোই সুন্দর হয়ে ওঠে এবং ভবিষ্যতেও যেন তাঁর সব স্বপ্ন পূরণ হয়। ভালোবাসার ইমোজি জুড়ে দেওয়া সেই পোস্ট মুহূর্তেই নজর কাড়ে অনুরাগীদের।
পোস্টের সঙ্গে সাদা পোশাকে মিলিয়ে তোলা একাধিক ছবিও ভাগ করে নেন আরবাজ। স্বামী–স্ত্রীর এই ‘টুইনিং’ ছবি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং প্রশংসা কুড়ায়।
উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বর মাসে আরবাজ ও শুরার বিবাহবার্ষিকীর দুই বছর পূর্ণ হয়। সেই উপলক্ষে শুরাও স্বামীর জন্য একটি মজাদার পোস্ট করেছিলেন। বিভিন্ন অনুষ্ঠানে বলিউড গানের তালে আরবাজের নাচের কয়েকটি ভিডিও শেয়ার করে শুরা লিখেছিলেন, আরবাজের সঙ্গে কাটানো কোনও মুহূর্তই তাঁর কাছে একঘেয়ে নয়। শুরার কথায়, এই জীবনটাই তাঁর সবচেয়ে প্রিয়, আর আরবাজ তাঁর চিরকালের ভালোবাসা।
আরবাজ ও শুরার সম্পর্কের শুরু কাজের সূত্রেই। একসঙ্গে কাজ করতে করতেই দু’জনের বন্ধুত্ব গড়ে ওঠে, যা ধীরে ধীরে প্রেমের সম্পর্কে রূপ নেয়। শেষে ২০২৩ সালের ডিসেম্বর মাসে গাঁটছড়া বাঁধেন তাঁরা।
এরপর ২০২৫ সালের ৫ অক্টোবর তাঁদের জীবনে আসে আরও এক নতুন অধ্যায়। আরবাজ ও শুরার সংসারে জন্ম নেয় কন্যাসন্তান। মেয়ের নাম রাখা হয়েছে সিপারা খান। পরিবার, ভালোবাসা ও নতুন দায়িত্ব—সব মিলিয়ে জীবনের এই নতুন অধ্যায়টাই এখন সবচেয়ে বেশি উপভোগ করছেন আরবাজ ও শুরা।
এসএন