আলোচিত ইসলামী বক্তা ও জামায়াতে ইসলামী সমর্থিত কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা গত শনিবার থেকে বিভিন্ন মাধ্যমে প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন। আজ রোববার (১৮ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই হুমকির কথা জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন।
পোস্টে মুফতি আমির হামজা লিখেছেন, একটু জানিয়ে রাখি গতকাল থেকে বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমি মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত, ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ রইলো, আমার অনুপস্থিতিতে কুষ্টিয়াতে যেই ইনসাফ কায়েমের লড়াই আমরা শুরু করেছি সেটা প্রতিষ্ঠিত কইরেন এবং আমার ৩ শিশু কন্যা সন্তান কে একটু দেখে রাইখেন।
মুফতি আমির হামজা কুষ্টিয়া সদর উপজেলার ডাবিরাভিটা গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ওয়াজ-মাহফিলে ইসলামি বক্তব্য প্রচার করে আসছেন। সম্প্রতি জামায়াতে ইসলামী তাকে কুষ্টিয়া-৩ আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। ২০২১ সালে স্বৈরাচারী আওয়ামী শাসনামলে এক মামলায় গ্রেপ্তার হয়ে কারাবাসও করেছেন তিনি।
এ দিকে রোববার (আজ) কুষ্টিয়ায় তার বিরুদ্ধে একদল নারী ‘ঝাড়ু মিছিল’ করেছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে তারা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জেলা বিএনপির পক্ষ থেকেও লিখিত বিবৃতি দিয়ে প্রতিবাদ জানানো হয়েছে। বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রতিবাদ জানিয়ে মানবন্ধন করেছেন। যদিও অভিযুক্ত বক্তব্যের ওই ভিডিওটি ২০২৩ সালের এবং এ বিষয়ে তিনি কয়েকবার ক্ষমাও চেয়েছেন বলে দাবি করেছেন মুফতি আমির হামজা।
হুমকির বিষয়ে মুফতি আমির হামজা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর নাম উল্লেখ করেননি। তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন কি-না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এমআই/এসএন