বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার দীর্ঘ বছরের দাম্পত্য জীবনে চিড় ধরেছে এমন গুঞ্জন কয়েক বছর ধরেই বলিপাড়ায় উড়ছে। বিভিন্ন সময়ে তাদের বিচ্ছেদ নিয়ে নানা খবর চাউর হলেও এত দিন মুখে কুলুপ এঁটেছিলেন এই ‘হিরো নম্বর ১’ খ্যাত তারকা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে গোবিন্দ দাবি করেন, তার সাজানো সংসার নিয়ে এক গভীর ষড়যন্ত্র চলছে। আর এই চক্রান্তে তার অজান্তেই তার স্ত্রী ও পরিবারকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
গোবিন্দ বলেন, ‘আমি লক্ষ্য করেছি, যখন আমরা কোনো বিষয়ে চুপ থাকি, তখন লোকে সেটাকে আমাদের দুর্বলতা ভেবে নেয়। তারা ধরে নেয় সমস্যাটা আমাদেরই। তাই আজ মুখ খুলতে বাধ্য হলাম। আমাকে পরিকল্পিতভাবে কোণঠাসা করা হচ্ছে এবং দুর্ভাগ্যজনকভাবে আমার পরিবারও সেই ষড়যন্ত্রের অংশ হয়ে যাচ্ছে, যা তারা নিজেরাও বুঝতে পারছে না।’
দীর্ঘদিন রূপালি পর্দা থেকে দূরে থাকা এই অভিনেতা আরও জানান, তার ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি মহল উঠেপড়ে লেগেছে। তার কথায়, ‘কেউ যখন জনপ্রিয়তার তুঙ্গে থাকে, তখন তাকে টেনে নামানোর চেষ্টা করা হয়। আমার ক্ষেত্রেও তাই ঘটছে। প্রথমে তারা পরিবারে আঘাত হানে, এরপর সেটা সামাজিকভাবে ছড়িয়ে দেয়।’
কাজের প্রসঙ্গে গোবিন্দ বলেন, ‘অনেকে ভাবেন আমার ছবির বাজার নেই বলে আমি ঘরে বসে আছি। বিষয়টি তেমন নয়। আমি নিজেই অনেক ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। আমি এটা নিয়ে কোনো আক্ষেপ বা কান্নাকাটি করছি না।’
বিবাহবিচ্ছেদের এই গুঞ্জনের পেছনে কার হাত রয়েছে, তা স্পষ্ট না করলেও গোবিন্দ মনে করেন, স্ত্রীকে 'প্রথম সারি'তে রেখে আড়াল থেকে কেউ এই খেলা খেলছেন। তবে সব বাধা পেরিয়ে নিজের ব্যক্তিগত জীবন ও সম্মান রক্ষায় তিনি বদ্ধপরিকর।
এমআই/এসএন