ওপার বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয় ও চরিত্রগুণ নিয়ে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে দাঁড়ালেন সুমন মুখোপাধ্যায়। সম্প্রতি তিনি নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন, যখন কাজ করেছিলেন সৌমিত্রবাবুর সঙ্গে ‘কিং লিয়র’-এর শুটিংয়ে। এক সময়ের তারকাকে দেখার, তাঁর সঙ্গে কাজ করার উত্তেজনা ছিল তরুণদের জন্যও চ্যালেঞ্জিং, কিন্তু সৌমিত্রবাবু নিজেই সেই দ্বিধা দূর করে দেন।
প্রথম দিনেই দেখা যায়, ‘মাটির মানুষ’-এর ভেতর কতটা সপ্রতিভ প্রতিভা লুকিয়ে আছে। বহু অভিনয়ের পরও তাঁর ভিতরের শিশুসুলভ সরলতা বজায় আছে। তাই তরুণ অভিনেতাদের সঙ্গে মিশতে একটুও সমস্যা হয়নি। মহড়ার সময় শুধু নারীই নয়, পুরুষরাও তাঁর প্রতি আকৃষ্ট, এমনকি সুমন নিজেও মুগ্ধ হয়ে দেখতেন সৌমিত্রবাবুর মনোযোগ ও উদারতা।
সৌমিত্রবাবু কখনো রাগ বা ট্যানট্রাম দেখাননি, বরং নিজের ভুলের ভয়ে অনুশোচিত ছিলেন। রাজা লিয়রের সংলাপ মুখস্থ করার চাপেও তিনি সমস্ত মহড়ায় উদারভাবে অংশ নেন। প্রয়োজনে সংলাপের কিছু অংশ পরিবর্তনের পরও তাঁকে কখনো সমস্যা হয়নি। নবীনদের নোট দেওয়ার ক্ষেত্রে তিনি বৈষম্য দেখাননি; সকলকে সমানভাবে দিতেন, যা প্রমাণ করে তার অহংকারহীন মনোভাব।
পরিচালক সুমন মুখোপাধ্যায় বলেন, সৌমিত্রবাবু এমন মর্যাদা দিয়েছেন, যেটি বয়সে নবীন অথচ দায়িত্বে বড় পরিচালক হিসেবে তাঁর প্রতি সম্মান দেখাতে শেখায়। অন্যদের সঙ্গে পরামর্শ দেওয়ার ক্ষেত্রেও সীমা বজায় রেখেছেন, সবকিছু স্বচ্ছ ও প্রোফেশনাল। এই আচরণই তাঁকে শুধু মুগ্ধ করল না, বরং একটি নিখুঁত নায়ক ও মানবিক চরিত্রের উদাহরণ স্থাপন করল।
পিআর/টিকে