শোবিজের ঝলমলে আলো থেকে দূরে, নিভৃত মুহূর্তে ভালোবাসার নতুন ভাষা লিখলেন গৌরব চক্রবর্তী। ২০১৭ সালের ২৮ নভেম্বর যে বন্ধন শুরু হয়েছিল ঋদ্ধিমা ঘোষের সঙ্গে, তা সময়ের সঙ্গে সঙ্গে আরও গভীর হয়েছে, আরও উষ্ণ হয়েছে। ২০২৩ সালের ১৬ সেপ্টেম্বর তাঁদের জীবনে আসে সবচেয়ে বড় আশীর্বাদ, ছোট্ট ধীরের জন্ম। বাবা-মা হওয়ার পর জীবন বদলালেও কাজ আর সংসারের ভারসাম্য দক্ষতার সঙ্গে সামলাচ্ছেন এই তারকা দম্পতি, একে অপরের হাত শক্ত করে ধরে।
এই মুহূর্তে গৌরব ব্যস্ত নিকষ ছায়া ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনের শুটিংয়ে, ক্যামেরার সামনে একের পর এক চ্যালেঞ্জিং দৃশ্যে ডুবে আছেন। অন্যদিকে ঋদ্ধিমাও প্রস্তুত কুহেলি সিরিজে নতুন অবতারে পর্দায় ফেরার জন্য। কাজের ব্যস্ততা যতই থাকুক, প্রিয় মানুষের জন্য বিশেষ দিন যে কখনওই উপেক্ষা করেন না গৌরব, তা আবারও স্পষ্ট হল ১৮ জানুয়ারির সকালে।
ঋদ্ধিমার জন্মদিনে সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি ভাগ করে নিয়ে তিনি লিখলেন হৃদয়ছোঁয়া বার্তা। নীরবে পাশে থাকার জন্য, জীবনে উষ্ণতা ভরিয়ে দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানালেন স্ত্রীকে। বললেন, তাঁদের ছোট্ট পৃথিবীতে ঋদ্ধিমাই ভালোবাসার কেন্দ্রবিন্দু, যার স্পর্শে সবকিছুই বিশেষ হয়ে ওঠে। কৃতজ্ঞতার সঙ্গে ভবিষ্যতে আরও অনেক সুন্দর মুহূর্ত একসঙ্গে উদযাপনের প্রত্যাশাও রাখলেন তিনি।
ছবিগুলিতে ধরা পড়েছে দাম্পত্যের সহজ সৌন্দর্য। কোথাও ছুটির দিনে একান্তে হাসিমুখে সময় কাটাচ্ছেন দু’জন, কোথাও সমুদ্রের ধারে সেলফিতে ধরা পড়েছে তাঁদের আনন্দ, আবার অন্য ছবিতে জন্মদিনের কেক কাটছেন ঋদ্ধিমা। ভালোবাসা, বিশ্বাস আর পারিবারিক উষ্ণতায় ভরা সেই মুহূর্তগুলো ইতিমধ্যেই ছুঁয়ে গেছে অনুরাগীদের হৃদয়।
পিআর/টিকে