আগামী শনিবার (২৪ জানুয়ারি) সিরাজগঞ্জে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার আগমনকে ঘিরে জেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে।
এই উপলক্ষে সেদিন দুপুর ২টায় সিরাজগঞ্জ জেলা শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে একটি বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মুহাম্মদ জাহিদুল ইসলাম বিষয়টি দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সিরাজগঞ্জের জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ডা. শফিকুর রহমান। জনসভা শেষে পাবনার উদ্দেশ্যে রওনা হওয়ার পথে উল্লাপাড়া এলাকায় একটি পথসভায় তার উপস্থিত থাকার কথা রয়েছে, তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।
এ জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শাহিনুর আলম।
আরআই/টিকে