গত কয়েক বছরে শাহরুখ খানের নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। এখন আর তাঁকে প্রকাশ্যে খুব একটা দেখা যায় না, কেবল নির্দিষ্ট অনুষ্ঠানের মঞ্চেই তিনি হাজির হন। আলোকচিত্রীদের এড়াতে প্রায়ই মুখ ঢেকে রাখেন, আর ডাঙ্কি ছবির পর থেকে বেশির ভাগ সময়ই অত্যন্ত দামি গাড়িতে যাতায়াত করেন। এই কঠোর নিরাপত্তার মধ্যেই এবার ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা।
মুম্বাইয়ের রাস্তায় ভরসন্ধ্যায় শাহরুখের রোলস রয়সের পিছু নিলেন দিল্লি থেকে আসা এক তরুণ-তরুণী। তাঁরা কোনো ব্যক্তিগত গাড়িতে নয়, বরং একটি অটোতে চড়ে এই ধাওয়া করেন। পুরো ঘটনার ভিডিওও তাঁরা ধারণ করেন। সেই ভিডিওতে দেখা যায়, অটোচালককে বারবার তাঁরা বলছেন, যেন শাহরুখের গাড়ির পাশ দিয়ে চালান।
ভিডিওতে তরুণীকে বলতে শোনা যায়, তিনি কেবল একবার শাহরুখকে অভিবাদন জানাতে চান। তাঁর দাবি, অন্য কারও জন্য তিনি এমন কাণ্ড করেন না, শুধু শাহরুখের জন্যই করছেন। পরে সেই ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করে তাঁরা লেখেন, তাঁরাই শাহরুখের সবচেয়ে বড় অনুরাগী। তবে শেষ পর্যন্ত তাঁরা অভিনেতার সঙ্গে কথা বলতে পেরেছেন কি না, সেই বিষয়ে কিছু জানাননি।
এমনিতেই বিশ্নোই গোষ্ঠীর হুমকির পর থেকে মুম্বাইয়ের বহু তারকার নিরাপত্তা বাড়ানো হয়েছে। সলমন খান, আমির খান, শাহরুখ খানসহ একাধিক তারকার চারপাশে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সেই পরিস্থিতিতে এভাবে অটোয় চেপে ধাওয়া করার ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
অনুরাগীদের আবেগ একদিকে, অন্যদিকে নিরাপত্তা ঝুঁকি এই দুইয়ের টানাপোড়েনেই ফের শিরোনামে শাহরুখ। অনেকেই বলছেন, এমন কাণ্ড শুধু বিপজ্জনকই নয়, নিরাপত্তা ব্যবস্থাকেও প্রশ্নের মুখে ফেলে দেয়।
এমকে/টিএ