প্রিয়াঙ্কা চোপড়ার বিশ্বজনীন খ্যাতি সহজে অর্জিত হয়নি। তার দীর্ঘদিনের ম্যানেজার অঞ্জুলা আচরিয়া সম্প্রতি প্রকাশ্যে নিয়ে এলেন সেই পিছনের সংগ্রামের গল্প, যা প্রিয়াঙ্কাকে গ্লোবাল আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছিল।
অঞ্জুলা জানিয়েছেন, প্রিয়াঙ্কাকে মার্কিন বাজারে পরিচয় করানোর সময়ে অনেকেই তার পরিকল্পনাকে অবাস্তব মনে করতেন। অনেকে তাকে “বোকা” পর্যন্ত বলেছিলেন। এমন কঠিন সময়েও তিনি হার মানেননি। তিনি শেয়ার করেছেন, ইন্টারস্কোপ রেকর্ডসের সহপ্রতিষ্ঠাতা জিমি আইভাইন তাকে উদ্বুদ্ধ করেছিলেন, বলেছিলেন, “আমিও সবাইকে পাগল মনে করেছিলাম, এমিনেম লঞ্চ করার সময়।”
সন্দেহ, অবহেলা এবং প্রতিকূলতার মধ্য দিয়েই প্রিয়াঙ্কা চোপড়া রীতিমতো ইতিহাস গড়লেন। তিনি প্রথম দক্ষিণ এশীয় নায়িকা হিসেবে আমেরিকান সিরিজ ‘কোয়ান্টিকো’-র প্রধান চরিত্রে অভিনয় করেন এবং বিশ্বব্যাপী স্টারডমে পৌঁছান।
অঞ্জুলা বলেন, প্রিয়াঙ্কার এই সাফল্য ঝুঁকি নেওয়া, ধৈর্য ধারণ এবং নিজেকে পুনর্নির্মাণের গল্প। প্রত্যাখ্যান থেকে শুরু করে রেড কার্পেট পর্যন্ত প্রতিটি ধাপ প্রমাণ করে, যে আত্মবিশ্বাস এবং অধ্যবসায়ের সাথে কেউ নিজস্ব পরিচয় গড়ে তুলতে পারে।
আইকে/টিএ