কোভিড-১৯ : রক্তের গ্রুপ ‘এ’ হলে ঝুঁকি বেশি

করোনাভাইরাস (কোভিড-১৯) সারা বিশ্বে মহামারী আকার ধারণ করছে। দিনদিন জ্যামিতিক হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, সোমবার পর্যন্ত বিশ্বের মোট ১৯২টি দেশে মরণঘাতী ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার ছাড়িয়েছে। আর মোট মৃতের সংখ্যা ১৪ হাজার ৬৪৭ জনে পৌঁছেছে।

আক্রান্ত ব্যক্তিদের রক্তের গ্রুপ বিশ্লেষণ করে চীনের গবেষকরা জানিয়েছেন, যাদের রক্তের গ্রুপ ‘এ’, তাদের ঝুঁকি বেশি। ‘এ’ গ্রুপ রক্তের ব্যক্তিদের শরীরে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) তুলনামূলক বেশি সংক্রমিত হচ্ছে। আর সবচেয়ে কম সংক্রমিত হচ্ছে ‘ও’ গ্রুপে।

উহানের কয়েকটি গবেষণাগারের তথ্য উল্লেখ করে বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে- ‘এ’ গ্রুপ রক্তের ব্যক্তিরা বেশি আক্রান্ত হওয়ার পাশাপাশি বেশি মারাও যাচ্ছেন, যাদের অধিকাংশ বয়স্ক।

চীনের বিজ্ঞানীরা বলছেন, যেসব মানুষ কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ২৫ শতাংশের রক্তের গ্রুপ ‘ও’ এবং ৪১ শতাংশের রক্তের গ্রুপ ‘এ’। সেজন্যে বিশেষজ্ঞরা- যাদের রক্তের গ্রুপ ‘এ’, তাদেরেকে বেশি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

 

টাইমস/জিএস

Share this news on: