বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, আমাদের রাষ্ট্রের মালিকানা আমাদের। ৮৪টি সংস্কারের মাধ্যমে আমরা নিশ্চিত করবো রাষ্ট্রের মালিকানা আমাদের।
সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় নেত্রকোনায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনার শাসন আমলে যেসব দুর্বৃত্তায়ন হয়েছে, সাংবাদিকতায় ও ব্যবসায়ীক যে দুর্বৃত্তায়ন হয়েছে সেসবের পর আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইনসাফ বা ন্যায় প্রতিষ্ঠার জন্য গণভোটের প্রচারণায় আসছি।’
তিনি বলেন, ‘আমরা যদি পদ্মা ব্রিজ না বানিয়ে তা ইরিগেশনে ব্যয় করতাম তাহলে চালের দাম কেজিতে পাঁচ টাকা কমে যেতো। আজকে আমাদের ২০ টাকা চালের দাম বেড়েছে পদ্মা সেতুর দেনা পরিশোধ করতেই। এতে আমাদের অর্থনীতিতে কোনো লাভ হয়নি।’
তিনি আরও বলেন, ‘আমরা যদি ব্যয়ের উদ্বৃত্ত তৈরি করতে না পারি তাহলে এই ব্যয় অর্থনীতির জন্য বোঝা।’
নেত্রকোনা জেলা প্রশাসন আয়োজিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের প্রচারণা বিষয়ক এ মতবিনিময় সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
এতে নেত্রকোনা জেলার ১০ উপজেলার পাঁচটি আসনের সংসদ সদস্য নির্বাচনের প্রার্থী ছাড়াও সুশীল সমাজ, সাংস্কৃতিক, রাজনৈতিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সভায় জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, পুলিশ সুপার মো. তরিকুল ইসলামসহ প্রশাসনের সব দফতরের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।
এ সময় গণভোটের প্রচারণা সংক্রান্ত কার্যক্রমের বিবরণ তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. রাফিকুজ্জামান।
টিজে/টিকে