ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী জুলফিকার মর্তুজা তুলা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানার কার্যালয়ে এসে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুল হালিমসহ জেলা, উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জুলফিকার মর্তুজা তুলা মনোনয়নপত্র প্রত্যাহার করায় আসনটিতে বিএনপি, জামায়াতসহ ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এমকে/টিএ