হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ও ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি এই মনোনয়ন প্রত্যাহার করেন।

দলীয় সূত্রে জানা গেছে, জামায়াতের কেন্দ্রীয় নির্দেশনা ও কৌশলগত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শাহ মোহাম্মদ মাহফুজুল হক দেশের একটি গণমাধ্যমকে বলেন, জোটের সিদ্ধান্ত ও দলের নির্দেশনার প্রতি আনুগত্য প্রদর্শন করতে তিনি এই পদক্ষেপ নিয়েছেন। নিজের নিষ্ঠা ও দায়বদ্ধতা বজায় রেখে জোটের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন।

এর আগে, উপজেলা সদরে অনুষ্ঠিত ১০ দলীয় জোটের সংবাদ সম্মেলনে হান্নান মাসউদকে জোটের চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার বোরহানুল ইসলাম এবং সঞ্চালনা করেন জামায়াত মনোনীত হাতিয়া পৌরসভা মেয়র প্রার্থী শাব্বির আহমেদ তাফসীর।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন হাতিয়া উপজেলা খেলাফত আন্দোলনের সদস্য সচিব মুফতি ইছমাইল হোসাইন, খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা ইউনুছ সাঈফী, এনসিপির উপজেলা আহ্বায়ক শামছল তিব্রীজ, এলডিপির প্রার্থী আবুল হোসেন বাবুল, জামায়াত প্রার্থী মাহফুজ ও ১০ দলীয় জোট প্রার্থী হান্নান মাসউদ।

বক্তারা অভিযোগ করেন, অতীতে ভোটাধিকার হরণের সঙ্গে যুক্ত কিছু ব্যক্তি এখনও নির্বাচনি প্রক্রিয়ায় অনৈতিক প্রভাব বিস্তার করতে সক্রিয়। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন যেন এই ধরনের ব্যক্তিরা ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব না পান।

এলডিপির আবুল হোসেন বাবুল বলেন, দীর্ঘ ১৭ বছর দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ছিল না। নতুন প্রজন্মের মধ্যে ভোট উৎসবমুখর হওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে, যা নস্যাৎ করার চেষ্টা করা হচ্ছে। তিনি এলডিপির পক্ষ থেকে হান্নান মাসউদকে পূর্ণ সমর্থন দেন।

শাহ মাহফুজুল হক বলেন, গত ১৭ বছরে মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার হরণ করে বিরোধী কণ্ঠ রোধ করা হয়েছে। এখন ১০ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে মাঠে নামেছে।

১০ দলীয় জোটের প্রার্থী হান্নান মাসউদ বলেন, জোট ফ্যাসিবাদ, আধিপত্যবাদ ও দুর্নীতির বিরুদ্ধে কাজ করছে। তিনি দল-মত নির্বিশেষে সবাইকে একত্রিত হয়ে শান্তিপূর্ণ, উন্নত ও আধুনিক হাতিয়া গড়ার আহ্বান জানান। এ ছাড়া, অতীতে অন্যায়ের সঙ্গে জড়িত না থাকা সবাইকে ঐক্যবদ্ধ বাংলাদেশের জন্য স্বাগত জানান।

সংবাদ সম্মেলনে জামায়াত নেতা শাহ মিজানুল হক, জাতীয় যুবশক্তির উপজেলা আহ্বায়ক ইউসুফ রেজা, ছাত্রশক্তির আহ্বায়ক আশিক এলাহীসহ ১০ দলীয় জোটের বিভিন্ন শরিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমআই/এসএন

Share this news on:

সর্বশেষ

img

পরিদর্শনে প্রধান উপদেষ্টা

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর গোটা পৃথিবীর এক নজিরবিহীন দৃষ্টান্ত Jan 20, 2026
img
ঘুরে দাঁড়ানোর ম্যাচে বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ Jan 20, 2026
img
৮৫ বছরের অভিনেতা ফিরলেন প্রেমিকার কাছে Jan 20, 2026
img
মরিশাসের সাথে যুক্তরাজ্যের শাগোস চুক্তি বোকামি ও দুর্বলতা: ট্রাম্প Jan 20, 2026
img
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা Jan 20, 2026
img
২৯৯ ভোটকেন্দ্রে নেই বিদ্যুৎ, বিকল্প ব্যবস্থা রাখার নির্দেশ প্রেস সচিবের Jan 20, 2026
img
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি Jan 20, 2026
আলোচনার কেন্দ্রেই রাফসান, নীরবতাই এশার উত্তর Jan 20, 2026
বিতর্ক আর নিতে পারছেন না, বিরতির পথে নেহা Jan 20, 2026
img
পাকিস্তানেও ছড়িয়ে গেছে বাংলাদেশের কোন নাটক? Jan 20, 2026
সংস্কার বিএনপির সন্তান দাবি ফখরুলের Jan 20, 2026
img
আমরা হ্যাঁ ভোটের জন্য কোনো মানুষকে জোর করবো না : পররাষ্ট্র উপদেষ্টা Jan 20, 2026
img
কী কারণে ভানুয়াতুর ‘গোল্ডেন পাসপোর্ট’ কর্মসূচি নিয়ে বিশ্বজুড়ে এত আগ্রহ? Jan 20, 2026
img
জিজ্ঞাসাবাদে পুলিশকে চাঞ্চল্যকর তথ্য দিল সম্রাট Jan 20, 2026
img
সিলেটকে জিতিয়ে বিপিএল নিয়ে ক্রিস ওকসের মন্তব্য Jan 20, 2026
img
ঢাকায় দুই বছরের আগে বাড়ি ভাড়া বাড়ানো যাবে না Jan 20, 2026
img
হলিউডে লিঙ্গ বৈষম্য নিয়ে মুখ খুললেন অভিনেত্রী এমিলিয়া ক্লার্ক Jan 20, 2026
img
বহিষ্কৃত পাঁচ নেতাকে সুখবর দিল বিএনপি Jan 20, 2026
img
নেহার পোস্ট ঘিরে ডিভোর্সের গুঞ্জন, অবশেষে সত্যি সামনে আনলেন গায়িকা Jan 20, 2026
img
আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ Jan 20, 2026