ডিসেম্বর ২০২৫ এর ১০ জন জনপ্রিয় অভিনেত্রীর তালিকা প্রকাশ করেছে 'অরম্যাক্স'। এই অরম্যাক্স মূলত ভারতের একটি স্বনামধন্য গবেষণা ও পরামর্শদাতা সংস্থা যা বিনোদন জগতে দর্শকের পছন্দের তারকা ও শো নিয়ে নানা তথ্য প্রকাশ করে থাকে। সেই অরম্যাক্সের ডিসেম্বরের প্রকাশিত তালিকায় উঠে এসেছে ভারতীয় বিনোদুনিয়ার দশ জনপ্রিয় অভিনেত্রীর নাম।
আর তা সামনে আসতেই রীতিমতো চক্ষু-চড়কগাছ তবে যা দেখে সকলে অবাক হয়েছেন তা হল এই তালিকায় রয়েছেন আটজন দক্ষিণী বিনোদুনিয়ার অভিনেত্রী আর দু'জন বলিউডের অভিনেত্রী, এক্ষেত্রে যে বলিউডকে দক্ষিণের নায়িকারা বলে বলে গোল দিয়েছেন সে কথা বলাই বাহুল্য। তালিকায় কে কোন স্থানে আছেন এক নজরে দেখে নিন।
এই তালিকার এক্কেবারে প্রথম তালিকায় রয়েছেন সামান্থা। ডিসেম্বরেই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। 'অরম্যাক্স' প্রকাশিত জনপ্রিয় অভিনেত্রীর তালিকায় শীর্ষস্থান দখল করে রয়েছেন সামান্থা।
দ্বিতীয় স্থানে রয়েছেন বলি নায়িকা আলিয়া ভাট। এই হাড্ডাহড্ডি লড়াইয়ে সূচাগ্র মেদিনী ছাড়েননি কাপুরঘরনি।
তৃতীয় স্থান দখল করে যে দক্ষিণী নায়িকা রয়েছেন তাঁর বনিয়ের চর্চা এখন সর্বত্র। কথা হচ্ছে রশ্মিকা মন্দানার। জনপ্রিয় অভিনেত্রীর এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন তিনি।
জনপ্রিয় অভিনেত্রীর তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন সাঁই পল্লবি। 'রামায়ণ' ছবিতে রণবীরের সঙ্গে অভিনয় করেছেন তিনি। সীতার ভূমিকায় দেখাব যাবে তাঁকে। বলিউডে জার্নি শুরু তাঁর করলেও মূল শিকড় দক্ষিণেই।
চতুর্থ স্থানেই জায়গা করে নিয়েছেন এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে বলি নায়িকা দীপিকা পাড়ুকোনও। মেয়ে দুয়ার জন্মের পর থেকে সেভাবে ছবিতে তাঁকে না পয়া গেলেও বলিউডে শুটিংয়ের সময়সীমা নিয়ে মুখ খুলে রীতিমতো বিপ্লব এনে চর্চায় থেকেছেন তিনি গোটা ২০২৫ সাল জুড়েই।
জনপ্রিয় অভিনেত্রীর তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন 'জওয়ান' নায়িকা নয়নতারা। তাঁর খ্যাতি সম্পর্কে আলাদা করে বলার কিছু নেই। দক্ষিণী নায়িকাদের মধ্যে তিনি অন্যতম।
সংসার ও সন্তান হওয়ার পর খুব কম ছবিতেই অভিনয় করেন কাজল আগরওয়াল। রয়েছেন ষষ্ঠ স্থানে। তবে বলে বলে একটা সময়ে তিনি গোল দিয়েছেন বহু অভিনেত্রীকেই।
অভিনেত্রী তৃষা দক্ষিণী বিনোদুনিয়ায় বেশ পরিচিত এক নাম। অরম্যাক্স এর জনপ্রিয় অভিনেত্রীর তালিকায় সাত নম্বরে রয়েছেন তিনি।
বাহুবলীর দেবসেনা অনুষ্কা শেট্টি রয়েছেন তালিকায় নবম স্থানে। দীর্ঘদিন ধরেই তিনি দর্শকের পছন্দের অভিনেত্রী। তালিকায় শেষের দিকে থাকলেও দর্শকের দরবারে তাঁর জনপ্রিয়তা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন পড়ে না।
এই তালিকার একদম শেষে রয়েছেন সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রির আর এক জনপ্রিয় অভিনেত্রী শ্রীলীলা। বলিউডে এখনও অভিষেক ঘটেনি তাঁর। কিন্তু ইতিমধ্যেই হিন্দি ছবির দর্শকের দরবারে তিনি যথেষ্ট পরিচিত ও জনপ্রিয়।
কেএন/এসএন